• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৪ | অক্টোবর ২০২১ | কবিতা
    Share
  • কলেজ স্কোয়্যার ২০২১ : সমরেন্দ্র নারায়ণ রায়



    সেদিন পড়েছিলাম গিয়ে
    বঙ্কিমবাবুর গলিতে
    কলেজ স্ট্রীটেও ঘুরে এলাম
    সাংঘাতিক এই কলিতে
    খানিক বোধহয় পাল্টে গেছে
    সেই কলেজের পাড়া
    বই টই সব লাগলো চোখে
    একটু কেমনধারা
    টেনিসন নেই নেই টেনিদা
    একই সঙ্গে হাওয়া
    "রবিন্দ্রনাথ" "মধুশুদন"
    যাচ্ছে কিন্ত পাওয়া
    বঙ্কিমচন্দ্রকে আজও
    দেখতে পাওয়া যায়
    তবে বুঝলি শুধুই কটা
    বাড়ির ঠিকানায়
    যে রেলিঙে থাকত ঝুলে
    অমরকোষ আর মিলটন
    সেইখানেতে সাজিয়ে রাখা
    এম এস অফিস মণ মণ
    নাগপাশের মতো জড়িয়ে
    বারো-পাশের বই
    কফি হাউসে পৌঁছে দেখি
    আমিও আমি নই
    দে'জ বিশ্বভারতী ছুঁয়ে
    শরবত আর পান
    ঠিক সেরকম নেই তাই
    হলো একটু অভিমান
    টোস্ট চেয়ে প্রাণ কাঁদল
    গেলুম ফেভারিটে
    ও মা সেই একই টেবিল
    একই ভাঙা ভিটে
    নাতনী-সমা করলে গল্প
    নামিয়ে মোবাইলটা
    শুনলো কেমন এককালে
    তুই মিটিয়ে দিতিস বিলটা




    অলংকরণ (Artwork) : অলংকরণঃ দীপঙ্কর ঘোষ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments