• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩০ | মে ২০০৩ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • ইস্কুলের ছড়া - ৩ : পারমিতা দাস

    ছোট্টো রাকা পয়লাদিনে
    ইস্কুলেতে যায়
    রিক্সা চেপে বড়দিমণির
    কন্যা রাকা রায় ।

    বড়দিমণি মা যে রাকার
    কেউ যেন না জানে
    মার ইস্কুলে ঢুকতে রাকা
    চায়নি মনেপ্রাণে ।

    সন্ধে সকাল মায়ের বকা
    দুপুরে ফাঁক ছিলো
    হুটোপুটি দুষ্টুমি আর
    চলবে না একতিলও ।

    প্রথমদিনে সবই ভালো
    মিষ্টিময়ী টিচার
    হল্লা হলেও আজ সবই মাপ
    মকুব সবার বিচার ।

    চার পিরিয়ড একে একে
    কাটলো ভালোয় ভালোয়
    রাকায়, দীপায়, শান্তনুতে,
    মহাশ্বেতায়, আলোয় ।

    ওরা গেল স্কুলবাসে
    রাকাই ক্লাসরুমে
    মা-র জন্যে অপেক্ষাতে
    মুখখানা থমথমে ।

    বড়ো ঘড়ির পেণ্ডুলামের
    কাঁটা কবার দোলে
    রাকা এবার পায়ে পায়ে
    অফিসরুমে চলে ।

    ``বড়দিমণি আছেন নাকি ?
    দেখা করতে চাই - ''
    ``মাকে বলছে বড়দিমণি
    শোনো গো সব্বাই ।''

    হল্লা হাসির ছর্রা ওঠে
    ওদিক থেকে তোড়ে
    ``অনিতাদি, কন্যে তোমার
    শিখছে কথা বেড়ে ।''

    এরা জানে ? সবাই জানে ?
    বড়দিমণির কন্যে ?!
    রাকার খেলা বন্ধ হলো
    বারো বছরের জন্যে ?


  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments