• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩০ | মে ২০০৩ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • হাঁচি-তত্ত্ব : সত্য সাহা

    আরে আরে বংশীবদন যাচ্ছো কোথায় শুনি ?
    হাঁচি একটা দিলাম তবু ভয়ও কি পাওনি !
    কতো রকম বিপদ আছে আগে, পিছে, ধারে,
    পথের বাঁকে পিছল খেলে ব্যথা লাগবে হাড়ে ;
    জেনে রেখো বৃক্ষ থেকে পড়তে পারে বেল -
    মাথার পর বল গজালে হারাবে আক্কেল ;
    ধরো যদি হ্যাংলা কুকুর দিলো এসে কামড়ে
    না ছাড়লে প্যান্টালুন বলো ভয়ে `বাপরে' ।
    তাই তো বলি দু-এক হাঁচি অলুক্ষুণের জাত
    মনে রেখো সারাজীবন -- নইলে কুপোকাৎ ।
    তার বদলে শোনো যদি তিন হাঁচির সর্দি
    হাঁচির আগে বলবে যা সেটাই হবে সত্যি ;
    কথার পিঠে কথা বলি --``বংশী তুমি গাধা''-
    তিন হাঁচিতে জানবে সবে ও গলা নয় সাধা ;
    আমায় যদি তুমি বলো -- ``তোমার তুল্য নাই''-
    হাঁচইগুলো জানিয়ে দেবে সত্যি বললে তাই ।
    দু-এক হাঁচি শুনলে আগে যেও একটু বসে -
    সত্যি হবে তিন হাঁচিতে যা বলেছো খোশে ।



  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments