• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩০ | মে ২০০৩ | কবিতা
    Share
  • হে চৌত্রিশ : বৈদূর্য ভট্টাচার্য

    হে চৌত্রিশ,     অনেক হল ধিঙ্গিপনা
        ঈষৎ জোলো      জীবনযাপন
    যাচ্ছ কোথায়     ফিরছ কবে মুর্শিদাবাদ
        ভ্যানগাড়ীতে পৌষমাসে
    তল্পিবহর যষ্টিবাঁধা     সাধ আহ্লাদ
        হাওয়ায় ভাসে পিছন পিছন ।

    কারণ,   সে তো অনেকদিনই,   সঙ্গোপনে
    মল্লার হয়ে বৃষ্টি যখন,     অথবা এক
    ইঁটখোলাতে সন্ধে হলে এলোমেলো
    ইমন রাগে কারণ আছে কারণ ছিল ।

    এও তবে ঠিক,     দুয়ারে তোমার
        সঞ্চারিণী আইভি লতা
    কেমন আছো কেমন আছো, তুষার
        ঝরে বিষণ্ণতায় সমস্তদিন
    আগুন যখন ইচ্ছামতী, যাচ্ছ কোথায় যাচ্ছ কেন
    এবার পূজোয়     ধর্মতলায় রকেট বাসে ।



  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments