• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩০ | মে ২০০৩ | কবিতা
    Share
  • কবিতাগুচ্ছ : চিরন্তন কুণ্ডু

    শোক



    কেহ কি রোদনলিপি লেখে

    যামিনী নিথর ঘুমে
    আঁধারে ভুবন ঢাকিয়াছে

    শিয়রে জানালা খোলা
    কেহ কি দাঁড়ায় সেথা
    কেহ কি মিলায় ছায়াপথে

    ভ্রমে, তাকে স্বপ্ন মনে হয়



    গ্রহণ



    কুড়ায়ে লয়েছি
    তোমারই তো অভিশাপ
    ফেলিব কেমনে

    এখন জীয়ন্ত প্রেত
    ছোঁয়ামাত্র বৃক্ষ ছাই হয়
    ধানে পাণ্ডু রঙ লাগে
    জল বিষ হাওয়া বিষ
    আর কি জুড়াব
    তোমার লাবণি বলো মেদিনী তোমার
    নৈঋতে উধাও

    ভালোবাসা বেড়িয়াছে শনির বলয়



    স্রোত



    গম্বুজে উঠিয়া দেখি দূর
    তোমার নাগাল পাই নাই
    এই জ্যোত্স্না দিগন্ত অবধি
    তাহারও ওপারে

    ঘাটের পৈঠায় নৌকা বাঁধা
    জল দোলা দিয়া যায়
    ভাসিয়া যাব কি

    ভাবিতে ভাবিতে ভোর
    তোমার দুয়ার হ'তে শুকতারা আসে



    ঋণ



    যা লিখি তোমাকে লিখি
    পড় বা না পড় কোনদিন

    গুটিকয় তালপাতা
    জীর্ণ এক খাগের কলম

    চৈত্রমাস ফুরাতেছে

    না জানো তোমারই শ্লোক
    গাঁথিয়া চলেছি নিত্য
    মুকুলেপল্লবে






  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments