• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩০ | মে ২০০৩ | কবিতা
    Share
  • মরীচিকা ভ্রমে : কুমকুম বন্দ্যোপাধ্যায়

    আত্মীয় বন্ধুরা সব
    প্রবাসে গিয়েছে ।
    গর্ভিণী নারীর মতো
    মন্থর সময় নিয়ে একা ।

    দূর প্রান্তে জলরেখা
    মরীচিকা ভ্রমে,
    উপেক্ষা করে যাই ।

    বিপন্ন হৃদয় বুঝি তোলপাড় ।
    তাই,
    ডাক দিতে ভুলে গিয়ে
    আহত বিক্রমে,
    বদ্ধাঞ্জলি খুলে
    ফুল ছুঁংইড় নির্জন মণ্ডপে ॥



  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments