• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩০ | মে ২০০৩ | কবিতা
    Share
  • পাথর কুচি : লুনা রুশদী

    জুতার ভেতর কেমন করে ছোট্টো একটা পাথর কুচি
    ঢুকে আছে, খুব আয়েশে ।
    আমি এখন পথে পথে ব্যস্ত থাকি, সমস্ত দিন
    আমি এখন সভ্য মানুষ, তাই থামি না, থামতে মানা ।

    তবু আমার মোবাইল ফোনে মৃত্যু এলো তরঙ্গিত
    আমার ঘরে পর্দা টানা, নতুন বাতাস ঢুকতে মানা
    তবু দেখো, মৃত্যু কেমন ঘুরছে আমার ঘরটা জুড়ে ।

    একটা ছবি, একটা হাসি ভালোমানুষ গোবেচারা ।
    মৃত্যু মানে আমার কাছে হলুদ হওয়া একটা কাগজ
    হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া ...
    মৃত্যু মানে আর খুবজোর কয়েক ফোঁটা চোখের পানি
    বুকের মধ্যে একটুখানি, থমকে যাওয়া রুগ্ন বাতাস
    আর কিছু না আর কিছু না ।

    আমি এখন স্বপ্ন বেচি, আমি এখন নীলামবালা
    স্বপ্ন মানে সবুজ উঠান, ফুলের বাগান ছোটোখাটো
    স্বপ্ন মানে দু-তিনটা ঘর, রঙবেরঙের দালান কোঠা
    স্বপ্ন মানে সারা জীবন সুদের মাশুল, আসল নকল

    তবু যখন অন্ধকারে, অফিস পাড়া ঘুমিয়ে পড়ে
    আমি তখন গুটি গুটি ফিরতে থাকি, ঘুরতে থাকি
    আমি তখন অন্ধকারে, একটা জানলা আলোকিত
    আহা যদি কিনতে পেতাম ! যায় না ছোঁয়া, যায় না ছোঁয়া

    কিংবা যখন অফিসঘরে, `রাত নি:ঝুম চোখে নাই ঘুম'
    জানলা বেয়ে গড়িয়ে নামে অন্ধকারের তরল শরীর ।
    নিয়ন বাতির বিশাল ঘোরে নীরবতা ঘুরতে থাকে
    ব্যস্ত আমার আঙুলগুলো থমকে থামে,
    কানের পাশে কার নি:শ্বাস ? হাসতে থাকে হাসন রাজা
    জুতার ভেতর পাথর কুচি তুলতে মানা, যায় না থামা ।



  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments