• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩০ | মে ২০০৩ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : পার্থ চক্রবর্তী

    বই-ঘর

    দুপুর-ঘরের অলস হাওয়া ছঁংউয়ে
    সময় ঘোরে ক্লান্ত পায়ে পায়ে
    বইয়ের খোলা পাতায় মাথা রেখে
    আলতো করে ভাসিয়ে কথাগুলো
    অচেনা মুখে চুলের গুছি হয়ে
    ঘুমিয়ে পড়া আবছা আলোছায়া
    চেনা শরীর শিথিল শুয়ে আছে
    হাত বাড়াতে গিয়েও থেমে গেছি

    পাখির ডাকে বিকেল হয়ে আসে



    পথে পথে

    বেশ তো ভুলে ছিলাম দূরে একা
    আবার কেন আঙুল ধরে আনলে ডেকে মাঠে
    পকেট ফুটো শেষ পারানির হারিয়ে গেছে কড়ি
    শূন্য হাতে এখন পথে ধূসর দিন কাটে

    বেলুন বাঁশি কুড়িয়ে নিয়ে মেলা শেষের হাওয়া
    শালের পাতা মাড়িয়ে গেছে চুকিয়ে দিয়ে ঋণ
    শীতের বেলা ঘনিয়ে আসে ; শিকড় রাখি স্রোতে
    আমার শুধু ঘর ছিল না কোথাও কোনোদিন






  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments