• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩০ | মে ২০০৩ | কবিতা
    Share
  • গ্রামদেশের রূপকথা : ঋতব্রত মিত্র

    সূয্যি ওঠে, সূয্যি নামে পাটে
    মোদের বাছা মানুষগুলান গায়ে-গতরে খাটে
    রোগা রোগা হাত-পা ঘোরায়
    মদ্দা-মাদী জোড়ায় জোড়ায়
    জন্মশাপে সাপকে সাপে কাটে
    সূয্যি ওঠে, সূয্যি নামে পাটে

    রাদ্দুপুরে আগল আঁটা ঘরে
    ডাগর-ডোগর বৌ ঘষটায় সিনান ফেরৎ
    শরীলে তার ভালোবাসা
    কিন্তু কিছু হিংসা-রিপু ভরা-
    দুধের ভেতর একটু চোনা থাকে
    তাতেই সলতে পাকিয়ে উঠে পিদিম জ্বালায়
    কানভাঙ্গানি পুণ্যিপুকুর ঘাটে
    সূয্যি ওঠে, সূয্যি নামে পাটে

    সবাই যখন মত্ত পাটোয়ারি
    ধানী বাতাস ধুঁকতে ধেনো গন্ধে তখন
    জন্ম দেছে তড়াক নাচা ধনকুংএবরের ধনের বাহার
    তারও পরে উপচে পড়া হাঁ-মুখ করা রঙ্গদুয়ার
    হাড়ের বহর পুড়ছে দূরে জোয়ারি তল্লাটে
    সূয্যি ওঠে, সূয্যি নামে পাটে

    আট কুঠুরি, নয় দরজা মুদ.লে পরে বোঝে
    অযুত বরষ বর্ষা ঝরা মেঘে
    রোদ-বিরোদের ঝিকিয়ে উঠে
    অনেক দূরে ভাঙ্গা শহর, বেসুর সানাই
    রগড় সে তো পড়ে পাওয়া চোদ্দ আনাই
    ক্ষেতির ফাটল-সেলাই-দেওয়া চাঁদের বুড়ি
    যেমন চরকা কাটে
    সূয্যি ওঠে, সূয্যি নামে পাটে

    পাগলপারা কন্ঠ কতক বোঝাক দেখি ?
    তুলসীতলার তর সয় না
    দুচোখ বুজে ঝাপটা মারে কাঁটার গয়না
    বেবুঝ বাছা মানুষগুলান
    উদাস ডানায় অনন্ত শ্বাস ছড়িয়ে হাটে-বাটে
    সূয্যি ওঠে, সূয্যি নামে পাটে





  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments