• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩০ | মে ২০০৩ | কবিতা
    Share
  • কবিতাগুচ্ছ : সজল দে

    আপনাকে



    কুসুম, এই স্তিমিত চৈত্রের সকালে
       আপনার গমরঙহাত ছোঁয়া তরাই রোদ্দুর
          কীভাবে উড়ে এল আমার টেবিলে
    চায়ের কাপে ঝর্নাকলমে খবরকাগজে
       জামার কাঁধটিতে ...
          কীভাবে চোখে ভেসে এল হঠাৎ
    বাসন্তী বনবাসের দিনগুলি


    যাত্রা

    ইউক্যালিপটাস রোডে
          সন্ধ্যা নামে
    ছায়ার রঙ গোলাপ

    মনোকষ্ট, জলকষ্ট ত্রক্রমে
          কীটদষ্ট হৃদয়
    তাকে নিল অতল নীলে

    শিরস্ত্রাণহীন রাজা
          যুদ্ধে গেলেন


    স্টেডিয়াম

    দৌড়ের উটের পিঠে বাঁধা তিনবছরের শিশুটি
    তার ভয়ার্ত চিত্কারে গমগম করছে প্রতিযোগিতার
                               মাঠ
    হাততালি দিতে দিতে এ ওর গায়ে ঢলে পড়ছে,
    মেক্সিকান ঢেউয়েরা


    উত্সর্গ : অরুন্ধতী রায়
    (দ্য গড অফ স্মল থিংস পড়ে)



    আজ সকালে ঘুম থেকে উঠে বাগানে গিয়েছিলাম
    কাজের দিনে এমন অনিয়ম খুব একটা হয় না
    এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল
    সব থেকে সুন্দর যে ফুলটি
    সব থেকে ছোট, সব থেকে নিচে
    ঘাসের মধ্যে ফুটে আছে
    যেমন এই কবিতাটি
    পাঠক, যা আপনি এক্ষুনি পড়লেন


    দূরের পাঠিকাকে

    মেধাবী অধ্যয়নশেষে উপুড় রেখেছ বই, যেন
    আরও একবার দেখবে পরে
                নবীন চোখের ওপর
    চশমার বিদূষী কাচে বিকেলের সবুজ ছায়া
    চোখেমুখে জল দিতে গেলে আজ হঠাৎ মুখর

    কবিকে পড়ো না তুমি
    কবিকে পড়ো না তুমি
    পড়ো শুধু কবিতা ...


    বাংলা কবিতা



    চর্যাপদ দিয়ে শুরু । ত্রক্রমে অন্য কথকতা ।

    পাঁচালি থেকে পায়ে পায়ে আজ এতদূর,
    ফের পাঁচালিতে সরে যেতে উত্সুক কে কে !
    ওদের বোধোদয় হোক । তরুণরা রক্ত দাও, পথ্যও ।



  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)