• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩০ | মে ২০০৩ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : সুবীর সরকার

    এলিজি ১

    তখন নদীটিও পাশ ফেরে । বুকের মধ্যে পাড় ভাঙার
                                     শব্দ
    নদীবুক উদাসীন । পাথরে পাথরে লিখে রাখা ডাকনাম
    তখন নদীটিও পাশ ফেরে । আর
    স্বপ্ন দেখার গল্পে ঝাঁক ঝাঁক পাখি



    এলিজি ২

    কে কাকে টেনে নিয়ে যায় কোনখানে একা এক
                                    বাতিঘর
    কিছু কিছু বিকেল দুলে ওঠা নৌকোর মত
    বিকেলে মেঘে ঢাকা আকাশ । আর চুপিচুপি
    বেড়াতে আসা পুরনো চিরকুট






  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments