• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • স্থানীয় সংবাদ : অচিন মিত্র



    ওদিক জুড়ে ফেট্টি বাঁধা লোক
    এদিকে শুধু গুটি কয়েক খাকী

    ওদিক থেকে বর্ষাচ্ছে ইঁট
    এদিক থেকে টিয়ারগ্যাস আর লাঠি

    ওদিকে স্লোগান ভীষণ শান দেওয়া
    এদিকে প্রাণ, রুজিতে টানাটানি

    ওদিক থেকে আসছে কালো ধোঁয়া
    এদিকে জলের বালতি পড়ে খালি

    মধ্যিখানে একটি শিশু মেয়ে
    পোড়া চামড়া, ঠিক্রে আসা চোখ

    চতুর্দিকে চিন্তিত স্থাবর
    আলোকপ্রাপ্ত আমরা ভদ্রলোক


    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)