• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • মরণের একশ'-এক তলা : কৌশিক ভট্টাচার্য -



    জীবনের চালচিত্র মরণের উপর থেকে দেখা
    সময়কে বাক্সবন্দী ভূতেদের কী বা দিন রাত্র
    একটু একটু করে ফ্ল্যাশব্যাকে পিছনের পথ
    সবটুকু দেখতে পাই -- নেই কোনো বিজ্ঞাপন বিরতি

    সন্ধ্যার আকাশে তারাদের মালা জ্বলা দেখি
    আমিও তো তারা হয়ে ফুটলাম কিছুদিন হ'লো
    রায়া, সোম -- তোমাদের ছায়া বুকে এখানেও বাঁচি
    ভূতেদের বেঁচে থাকা : সেও এক ইতিবৃত্ত বটে

    তোমাদের কোলাহল আলোকবর্ষ দূরে আজ
    জীবন অস্ত গেল বারুদের একশ'-এক তলা
    সংকেত পাইনি তাই, বাবা-মা এই ডিসেম্বরে
    আমি নই, স্যান্টা ক্লজ যাবে দেখো ম্যানহাটান থেকে


    অলংকরণ (Artwork) : রাজর্ষি দেবনাথ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments