• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • আমরা এখন : পল্লব বন্দ্যোপাধ্যায়



    মা -- তোমার দুপাশে এখন রাত্রি
    সাদা পরিষ্কার চাদরে জড়ানো আয়ু ---;
    ফিরে গেছে রোদ্দুর
    আমরা
    এখন
    গর্ভে ফেরার যাত্রী ।


    অলংকরণ (Artwork) : রাজর্ষি দেবনাথ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)