• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | লেখক
    Share
  • লেখক পরিচিতি (সংখ্যা ২৯) : Parabaas




    যাদবপুর থেকে মাস্টার্স-এর পরে অভিজিৎ মিত্র এখন আইআইটি, খড়গপুর-এ `ডিজিটাল সিগনাল প্রসেসিং'-এর উপর পিএইচডি করছেন । বিভিন্ন পত্র-পত্রিকার সঙ্গে যুক্ত আছেন প্রায় দশ বছর । প্রকাশিত গ্রন্থের নাম প্রসংকেতমঘূর্ণ



    অচিন মিত্র কলকাতায় থাকেন ।



    অনুপম চট্টোপাধ্যায় পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন । কিছুদিন ব্যাঙ্গালোরে চাকরি করার পর এখন জার্মানিতে কম্প্যুটার ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি করছেন । নাটক, বাংলা সাহিত্য, দর্শন ও ধর্ম বিষয়ে আগ্রহী ।



    এ, কে, এম আজাদুর রহমান উজ্জ্বল বর্তমানে জাপান সরকারের স্কলারশিপ নিয়ে কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে হিউম্যান জেনেটিকস-এর উপর পড়াশোনা শেষ করে উপস্থিত বাংলাদেশে । তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি-তে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বাংলাদেশ পরমাণবিক শক্তি সংস্থায় কাজ করেছেন । আদি নিবাস - বাংলাদেশের বোগড়া জেলা । প্রিয় কবি -- নজরুল, জীবনানন্দ, শক্তি ।



    অভিজিৎ কর গুপ্ত পাঁশকুড়া কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক ।



    অমিতাভ সেন তাঁর নিজের ভাষাতেই এখন শিকাগো-বাসী `নেটিজেন্‌' । পড়াশোনা আজমীর, কলকাতা, দিল্লী ও শিকাগো-তেই । পড়ার খাতায় ছবি আঁকার প্রেরণার জন্য অনেক মাটারমশাইয়ের নাম কৃতজ্ঞতার সঙ্গে অনুল্লিখিত রইলো ।



    অংশুমান গুহ যাদবপুরের ছাত্র । বর্তমানে মাইক্রোসফট-এ মানুষের হাতের লেখা উদ্ধারের চেষ্টায় রত ।



    অরুণাংশু সিংহ'র আদি `দেশ' বনগাঁ হলেও এখন কলকাতার সল্ট লেকের বাসিন্দা । কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে "স্নায়ুতত্ত্বে" পিএইচডি করেছেন । পাঁশকুড়া বনমালী কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান । ফোটোগ্রাফি, ভিডিও-ফোটোগ্রাফি, বেড়ানো, রান্না ও কম্পিউটারে উত্সাহী ।



    অয়ন-এর জন্ম, স্কুল, কলেজ সব কলকাতায়, ছোটোবেলায় কিছুদিন ভদ্রেশ্বরের তেলিনিপাড়ায় পৈত্রিক ভিটেতে থাকা ছাড়া । যাদবপুর থেকে ফিজিক্স-এ এমএসসি করে আপাতত ব্যাঙ্গালোরে ইণ্ডিয়ান ইনস্টিট্যুট অফ সায়েস্ন-এ "লেজার কুলিং ও ট্রাপিং"-এর উপরে পিএইচডি করছেন । ফিজিক্স ছাড়াও ফটোগ্রাফি, সিনেমা, নাটক, ও ধ্রুপদী গান-এ উত্সাহী । সাপ্তাহিক বর্তমান কলেজ স্ট্রিট পত্রিকায় অয়নের লেখা প্রকাশিত হয়েছে ।



    বাসুদেব দেব ॥ জন্ম ২০ ডিসেম্বর ১৯৩৬ । বৃত্তিতে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের একজন প্রশাসক, সম্প্রতি অবসর-প্রাপ্ত । বর্তমানে একটি এনিজও'র উপদেষ্টা । সম্পাদনা : কালপ্রতিমা (ত্রৈমাসিক) । ন'টি কবিতার বই ; ছাপা হয়েছে উপন্যাস, কাব্যনাটক, রম্যরচনা, গল্প-ও । পেয়েছেন প্রেমেন্দ্র পুরস্কার শক্তি স্মৃতি পুরস্কার ।



    ভাস্কর সরকারের জলপাইগুড়িতে জন্ম ও শৈশব । বর্তমানে ক্যালিফোর্নিয়ায় । নেশা-পেশা-ধ্যান-জ্ঞান সমস্ত ইউনিক্স কারনেল । পরবাস-এর প্রয়োজনে অনেকদিন পর আবার হাতে তুলি ধরেছেন ।



    বিপ্লব মাজী : জন্ম ১৯৪৭ সালে, তমলুক শহরে । পেশা - শিক্ষকতা । ফ্যারাওদের ইতিহাস (২০০২), ভালবাসা এক অনৈসর্গিক অরণ্য (২০০২) প্রমুখ প্রকাশিত কাব্যগ্রন্থ ১২ টি । গদ্যগ্রন্থ ৮-টি ( পোস্টমডার্নিজম বা উত্তরআধুনিকতা : সম্ভাবনা ও ভবিষ্যৎ [২০০২], তেভাগায় বাবা-মা [২০০২]) । সম্পাদনা ও অনুবাদ করেছেন ৫টি কাব্যগ্রন্থ । মস্কো বিশ্ববিদ্যালয়ের লেনিন পুরস্কার (১৯৭৬-৭৭) সমেত অন্য বহু পুরস্কার পেয়েছেন ।



    বিশ্বজিৎ মণ্ডল মুর্শিদাবাদের বহরমপুরে থাকেন ।



    চিরন্তন কুণ্ডু পুরুলিয়ার ছেলে । পুরুলিয়া, নরেন্দ্রপুর, আইএসআই-য়ের জল খেয়ে চাট্টি সার্টিফিকেট জোগাড় করেছেন । সম্প্রতি ক্যালিফোর্নিয়া থেকে কলকাতায় ফিরেছেন । নিজেকে সফটওয়্যার জগতে জীবন্ত ভাইরাস হিসেবে দেখতে চান । এমনিতে ঘরকুনো আর কুঁডের হদ্দ । তবে বাংলা সাহিত্য গান নাটক সিনেমার কথা হলে চিতায় উঠেও গলা খাঁকারি দেবেন । বাংলা ছাড়া অন্য ভাষা বানান করে পড়তে হয় । লেখালিখির অভ্যাস পৈতৃক উত্তরাধিকার ও সর্বংসহ বন্ধুদের আস্কারার নিদারুণ পরিণাম ।



    দীপশিখা পোদ্দার কলকাতায় থাকেন । 'বাংলা অ্যাকাডেমি' পত্রিকার সঙ্গে যুক্ত । প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা চার ।



    দীপালী চক্রবর্তী (সেনগুপ্ত) দর্শন ও ইংরেজি সাহিত্যে এম,এ -- শিলং কলেজে তেত্রিশ বছর অধ্যাপনার পর বর্তমানে অবসরপ্রাপ্ত । শৈশব থেকে বাংলা সাহিত্যে আগ্রহী -- রামধনু, মৌচাক, শিশুসাথী, শুকতারা, জয়যাত্রা, জয়শ্রী ও উদ্বোধন -এ নানা লেখা প্রকাশিত হয়েছে ।



    দোলনচাঁপা চক্রবর্তীর নানা ধরনের লেখার শখ । বাগান করতেও ভালোবাসেন ।



    এনাদ (একটি নাটকের দল) স্যান ফ্রানসিসকো বে অঞ্চলের জনপ্রিয় নাট্যদল । এ-পর্যন্ত এই দলের প্রযোজনায় তিনটি নাটক মঞ্চস্থ হয়েছে -- পাগলা ঘোড়া , বল্লভপুরের রূপকথা ছেঁড়া কোলাজ ছেঁড়া কোলাজ এনাদ-এর প্রথম মৌলিক নাটক । এখনও পর্যন্ত ছেঁড়া কোলাজের দুটি অভিনয় হয়েছে । আন্তর্জালে এনাদের (অর্থাৎ এনাদ-এর) ঠিকানা : চ্ঞঞৃ://গগগ.ভংধবঠঞঠংয.বধস্‌/ঢছত্রভত্ছত্রছঞছূ



    হারিস মাহমুদের জন্ম বাংলাদেশের সিলেট জেলায় ১৯৬২ সনের চৌঠা এপ্রিল । সিলেট সরকারি কলেজে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেন । ১৯৮৬ সন থেকে আমেরিকায় বসবাসরত । বর্তমানে ক্যালিফোর্নিয়ার ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টে চাকরি করছেন । কবিতা লেখেন অবিরত, কখনও সুখে, কখনও অসুখে, কখনও উদাসীন অবস্থায় । প্রকাশিত কবিতার বই `দুর্গত সন্ধ্যার চাঁদ' ।



    দিল্লী ও বস্টনের অনেক জল খাওয়ার পর ইন্দ্রনীল দাশগুপ্ত এখন নিউজার্সিবাসী ।



    কমল দে সিকদার-এর জন্ম ১৯৪১ সালে, বাংলাদেশের কুষ্ঠিয়ায় । প্রকাশিত কাব্যগ্রন্থ ১০টি । সম্মানপ্রাপ্তি -- বাল্মীকি/বিভূতিভূষণ স্মৃতি সাহিত্য পুরস্কার ; উত্তরবঙ্গ উত্সব সাহিত্য পুরস্কার । শখ " ভ্রমণ, ফটোগ্রাফি ।



    কৌশিক ভট্টাচার্য -- জন্ম : বহরমপুর ; পড়াশোনা : নরেন্দ্রপুর, যাদবপুর ; পেশা : `মেন-ফ্রেম কনসালট্যান্ট' ; অধুনা-নিবাস : ডাবলিন, আয়ারল্যাণ্ড । ভালো লাগে বই, ভালো গান-বাজনা, একটু-আধটু রান্নাবান্না ।



    কৌশিক সেন পেশায় কর্কট-রোগের বিশেষজ্ঞ চিকিত্সক হলেও নেশা কবিতা, ছড়া, বই পড়া । নর্থ ডাকোটাতে থাকেন ।



    মল্লিকা ধর মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাদার্ন মিসিসিপি-তে ফিজিক্স-এ পিএইচডি করছেন ।



    মনীষা ভট্টাচার্য অবসর-প্রাপ্ত শিক্ষিকা । কলকাতায় থাকেন ।



    মাতিয়ার রাফায়েল ঢাকা-নিবাসী । ঐতিহ্য পত্রিকার সহকারী সম্পাদক । সাহিত্যচর্চা ছাড়া অন্যান্য শখের বিষয় : সমাজ-ইতিহাস, দর্শন, চলচ্চিত্র ইত্যাদি ।



    কবিতাভবন -এর ভিতরে ও বাইরে, আধুনিক বাংলার কবি-সাহিত্যিক ও বিশিষ্ট বুদ্ধিজীবীদের নিবিড়ভাবে পরিচয়ের সুযোগ মীনাক্ষী দত্ত'র মতো আর কারোর ছিল না বললেই চলে । তাঁর সম্পাদিত গ্রন্থের মধ্যে আছে -- ২৫ বছরের কবিতা পত্রিকা (সংকলন, ৩ খণ্ড, প্যাপিরাস), বিদেশিনী (অনুবাদ সংকলন, প্রতিভাস), ড: ঝিভাগো (অনুবাদ, প্যাপিরাস), রাধাকৃষ্ণনের কল্কি (অনুবাদ, সাহিত্য অকাদেমি) । তিনি অভিনয়েও বরাবর উত্সাহী, অনেক নাটক ছাড়াও বুদ্ধদেব দাশগুপ্ত ও দীনেন গুপ্ত পরিচালিত দুটি সিনেমাতে অভিনয় করেছেন । চিকাগো বিশ্ববিদ্যালয় প্রমুখ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে গবেষণা-ইচ্ছুক অনেক ছাত্রছাত্রী মীনাক্ষী দত্ত'র কাছেই প্রাথমিক তালিম পেয়েছেন ।



    নন্দন দত্ত লিখছেন ছোটোবেলা থেকেই ; `সন্দেশ' পত্রিকার `হাত-পাকাবার আসরে' হাতেখড়ি ছ'বছর বয়সে । একসময় কলকাতার 'দ্য স্টেটসম্যান' ও 'দ্য এসিয়ান এজ্‌' কাগজে নিয়মিত লিখেছেন । সখের মধ্যে বই পড়া, গান শোনা, বেড়ানো ইত্যাদি ।



    নীলাঞ্জনা বসু ওরফে নীলুর বাড়ি কলকাতা । পড়াশোনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে ।



    পারমিতা দাস পেশায় কম্প্যুটার-বিজ্ঞানী ও পরবাস-এর প্রযুক্তিগত দিকে সহায়তা করে থাকেন । মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী ।



    পল্লব বন্দ্যোপাধ্যায় বালিগ্রাম, হাওড়া-তে থাকেন ।



    প্রণব ভট্টাচার্য থাকেন ফিলাডেলফিয়ার কাছে ওয়েস্ট-চেস্টার-এ । কম্প্যুটার-কেন্দ্রিক পেশাগত কাজের বাইরে সময় কাটে আড্ডায়, ঘুরে বেড়িয়ে, ছবি তুলে, আর কিছু না-করে ।



    রাজর্ষি দেবনাথের জন্ম কলকাতায় । প্রেসিডেন্সি'র পর রুড়কিতে ৩ বছরের জন্য যেতে হয়েছিল । তারপর আনন্দবাজারে যোগ দিয়ে আবার "চেনা রাস্তা চেনা পাড়া ।" অত:পর ইনফোসিস-এর সূত্রে ভুবনেশ্বর, ব্যাঙ্গালোর ও লণ্ডন হয়ে এখন আবার ভুবনেশ্বর-এ । সিনেমা, ছবি, গান আর সাহিত্য আগ্রহের বিষয়, তবে বাংলাভাষা হলে বিজ্ঞাপন, গালাগালি ও পঞ্জিকাতেও আপত্তি নেই ।



    পত্রিকা জগতের সঙ্গে রজত বরণ চক্রবর্তীর দীর্ঘ সম্পর্কের শুরু স্কুল ম্যাগাজিন দিয়ে । ক্লাস ৭-৮-এ তিনি কিশোর বার্তা নামে একটি পত্রিকা শুরু করেন । সেটি চলে প্রায় পাঁচ বছর ! তারপর অঙ্কনশিল্পী হিসেবে একে একে অনেক পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন -- শুকতারা, নবকল্লোল, বেশ কিছুদিন সত্যজিৎ রায়ের সান্নিধ্যে সন্দেশ -এ, আজকাল পত্রিকায় । পরে কলকাতা ছেড়ে দিল্লী ও মুম্বইতে বিজ্ঞাপন সংস্থায় ও আর্ট-ডিরেক্টর হিসেবে বিভিন্ন নামী ইংরেজি ও হিন্দী পত্রিকাতেও কাজ করেন । বর্তমান নিবাস দিল্লীতে, ইণ্ডিয়া টুডে গ্রুপের বিজনেস টুডে পত্রিকাতে কাজ করেন ।



    কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করে এখন কর্মজীবনের দোরগোড়ায় ঋতব্রত মিত্র । অবসর সময়ে কবিতার পাশাপাশি গদ্য চেষ্টাও চলে । শখ - উচ্চাঙ্গ সঙ্গীত, প্রাচীন মিশরীয় চিত্রলিপি । প্রকাশিত কাব্যগ্রন্থ ঘর আছে ঘর নেই



    সাবর্ণি চক্রবর্তী কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যা নিয়ে পড়েছেন । রিজার্ভ ব্যাংকের ব্‌ংইজওংইঈ বিভাগে কাজ করেন । সম্প্রতি শিলং থেকে বদলি হয়ে কলকাতায় এসেছেন । প্রকাশিত গল্পগ্রন্থ বনের ভিতর বাড়ি ও অন্যান্য গল্প



    সালাহউদ্দীন আইয়ুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক । বর্তমানে ইণ্ডিয়ানা য়ুনিভার্সিটিতে যৌথ পিএইচডি করছেন ক্রিমিনাল জাস্টিস ও ফোকলোর-এ । প্রকাশিত গ্রন্থ : আধুনিকতা ও উত্তরাধুনিকতা (প্রথম মুদ্রণ ১৯৯৪, দ্বিতীয় মুদ্রণ ১৯৯৮), অরিয়েন্টালিজম ও সাংস্কৃতিক বিতর্ক (১৯৯৬), নজরুলসাহিত্যের নন্দনতাত্ত্বিক বিচার (১৯৯৭), সংস্কৃতির জিজ্ঞাসা (১৯৯৯) ।



    সমীর ভট্টাচার্যের জন্ম, স্কুল, কলেজ পশিমবঙ্গে । তার পরের পড়াশোনা দিল্লী ও আমেরিকায় । বর্তমানে নিউজার্সি-বাসী ।



    সোডা জল নামের আড়ালে দু'জন থাকতে পারেন (যেমন শংকর জয়কিষন বা কল্যাণজী-আনন্দজী) । এটি কোনো বৃহত্তর গোষ্ঠী অথবা সংঘের নামও হতে পারে । সোডা জল জানিয়েছে : "আমরা সোডার মতো শুরু করে জলের মতো শেষ করবো ।" এই সংকেতিক বার্তার অর্থ নিয়ে আর কিছু বলা যাচ্ছে না ।



    সৌম্য (তথাগত) দাশগুপ্ত : জীবিকাসূত্রে আমেরিকা-নিবাসী সৌম্যর শৈশব কেটেছে কলকাতায় । পড়াশোনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, সেন্ট জেভিয়ার্স কলেজ, প্রেসিডেন্সি কলেজ ও পেনসিলভ্যানিয়ার স্টেট ইউনিভার্সিটিতে । পেশায় পরিসংখ্যানবিদ্‌ হলেও সাহিত্য, সঙ্গীত ও শিল্পজগতের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ । দেশ ও অন্যান্য পত্রিকায় প্রকাশিত হয়েছে সৌম্যর কবিতা । প্রকাশিত কাব্যগ্রন্থ : রাজার জামা পরা মায়াবী সাতদিন



    সুভাষ ঘোষালের জন্ম ১৯৪৮-এর খুলনায় । যাদবপুরে অর্থনীতি পড়ার সময় `অয়ন' নামে একটি কবিতাপত্রিকা সম্পাদনা করতেন । পরে `হীনযান' পত্রিকার সম্পাদক ছিলেন । বাংলাসাহিত্যের ব্যতিক্রমী ধারার একজন বিশিষ্ট লেখক । কবিতা, গল্প, প্রবন্ধ ও উপন্যাস -- সব বিভাগেই তাঁর সাবলীল যাতায়াত । প্রকাশিত গ্রন্থ -- `তা-তা-থৈ', `গাহন', `তন্মাত্র', `মণ্ডপ', `ক-বর্গ', `নাভিপদ্ম', `উপমুদ্রা', `বাষ্প', `আকন্দ' । এই উপন্যাসগুলি ছাড়াও সাতটি কবিতাবই, ছোটোগল্প সংকলন, ও প্রবন্ধের বই রয়েছে ।



    সুজিত বসু মস্কো'য় ফিজিক্স-এ পিএইচডি করেছেন । এখন আহমেদাবাদে মহাকাশ গবেষণাকেন্দ্রে কাজ করেন ।
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments