• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৮ | নভেম্বর ২০০২ | লেখক
    Share
  • লেখক পরিচিতি (সংখ্যা ২৮) : Parabaas




    অমিতাভ সেন তাঁর নিজের ভাষাতেই এখন শিকাগো-বাসী `নেটিজেন্‌' । পড়াশোনা আজমীর, কলকাতা, দিল্লী ও শিকাগো-তেই । পড়ার খাতায় ছবি আঁকার প্রেরণার জন্য অনেক মাটারমশাইয়ের নাম কৃতজ্ঞতার সঙ্গে অনুল্লিখিত রইলো ।



    অংশুমান গুহ যাদবপুরের ছাত্র । বর্তমানে মাইক্রোসফট-এ মানুষের হাতের লেখা উদ্ধারের চেষ্টায় রত ।



    ভাস্কর সরকারের জলপাইগুড়িতে জন্ম ও শৈশব । বর্তমানে ক্যালিফোর্নিয়ায় । নেশা-পেশা-ধ্যান-জ্ঞান সমস্ত ইউনিক্স কারনেল । পরবাস-এর প্রয়োজনে অনেকদিন পর আবার হাতে তুলি ধরেছেন ।



    দিল্লী ও বস্টনের অনেক জল খাওয়ার পর ইন্দ্রনীল দাশগুপ্ত এখন নিউজার্সিবাসী ।



    নন্দন দত্ত লিখছেন ছোটোবেলা থেকেই ; `সন্দেশ' পত্রিকার `হাত-পাকাবার আসরে' হাতেখড়ি ছ'বছর বয়সে । একসময় কলকাতার 'দ্য স্টেটসম্যান' ও 'দ্য এসিয়ান এজ্‌' কাগজে নিয়মিত লিখেছেন । সখের মধ্যে বই পড়া, গান শোনা, বেড়ানো ইত্যাদি ।



    নীলাঞ্জনা বসু ওরফে নীলুর বাড়ি কলকাতা । পড়াশোনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে ।



    রাজর্ষি দেবনাথের জন্ম কলকাতায় । প্রেসিডেন্সি'র পর রুড়কিতে ৩ বছরের জন্য যেতে হয়েছিল । তারপর আনন্দবাজারে যোগ দিয়ে আবার "চেনা রাস্তা চেনা পাড়া ।" অত:পর ইনফোসিস-এর সূত্রে ভুবনেশ্বর, ব্যাঙ্গালোর ও এখন লণ্ডন । সিনেমা, ছবি, গান আর সাহিত্য আগ্রহের বিষয়, তবে বাংলাভাষা হলে বিজ্ঞাপন, গালাগালি ও পঞ্জিকাতেও আপত্তি নেই । সমীর ভট্টাচার্যের জন্ম, স্কুল, কলেজ পশিমবঙ্গে । তার পরের পড়াশোনা দিল্লী ও আমেরিকায় । বর্তমানে নিউজার্সি-বাসী ।



    সোডা জল নামের আড়ালে দু'জন থাকতে পারেন (যেমন শংকর জয়কিষন বা কল্যাণজী-আনন্দজী) । এটি কোনো বৃহত্তর গোষ্ঠী অথবা সংঘের নামও হতে পারে । সোডা জল জানিয়েছে : "আমরা সোডার মতো শুরু করে জলের মতো শেষ করবো ।" এই সংকেতিক বার্তার অর্থ নিয়ে আর কিছু বলা যাচ্ছে না ।
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments