• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | Rabindranath Tagore | বিবিধ
    Share
  • জ্যোতিরিন্দ্রনাথ মৈত্রের তিনটি রবীন্দ্রসঙ্গীত : জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র


    নাথ হে, প্রেমপথে সব বাধা ভাঙিয়া দাও

    গীতবিতান-সূত্রঃ পূজা, ৪১৮


    চিত্ত আমার হারালো আজ মেঘের মাঝখানে

    গীতবিতান-সূত্রঃ প্রকৃতি, ১০০


    যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশতলে

    গীতবিতান-সূত্রঃ বিচিত্র, ৩০


    কৃতজ্ঞতা স্বীকারঃ গানগুলি অরুণ সেন, দেবেশ রায়, শংকর চক্রবর্তী, সুভাষ চৌধুরী, প্রসূন দাশগুপ্ত, ও সমীর সেনগুপ্ত'র সৌজন্যে পাওয়া।

    পরবাস, ২৫শে বৈশাখ, ১৪১৭; মে ৯, ২০১০



  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments