• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | Rabindranath Tagore | বিবিধ
    Share
  • রবীন্দ্রসঙ্গীত -- মঞ্জুশ্রী বন্দ্যোপাধ্যায় : মঞ্জুশ্রী বন্দ্যোপাধ্যায়

    অনন্তের বাণী তুমি

    গীতবিতান-সূত্রঃ প্রকৃতি, বসন্ত, ১৯৫
    তব প্রেমসুধারসে মেতেছি

    গীতবিতান-সূত্রঃ পূজা ও প্রার্থনা ৪১, ব্রহ্মসঙ্গীত ৬
    জাগে নাথ জোছনারাতে


    গীতবিতান-সূত্রঃ পূজা, ৫৩৬

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)