• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | Shakti Chattopadhyay | কবিতা
    Share
  • 'জরাসন্ধ', কবির স্বকন্ঠে আবৃত্তি : Shakti Chattopadhyay

    'জরাসন্ধ', কবির স্বকন্ঠে আবৃত্তি, শক্তি চট্টোপাধ্যায় (শক্তি চট্টোপাধ্যায় বিভাগ--পরবাস)

    জরাসন্ধ

    কবিতা ও আবৃত্তি: শক্তি চট্টোপাধ্যায়


     

    পরবাস, জানুয়ারি, ২০১২
    ছবি ও আবৃত্তি ইত্যাদি প্রকাশের অনুমতির জন্য আমরা কবি-পত্নী মীনাক্ষী চট্টোপাধ্যায় এবং সমীর সেনগুপ্তর প্রতি কৃতজ্ঞ।

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)