• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | Jibanananda Das | no category
    Share
  • 'জীবনানন্দ দাশ ', নিরুপম চক্রবর্তীর কবিতা, (জীবনানন্দ দাশ বিভাগ--পরবাস) : নিরুপম চক্রবর্তী

    নিবিড় নীলাভ ঘাসে মুখ গুঁজে পড়ে আছে সবুজ আকাশ
    রক্তিম শিশিরে ভরে প্যানোরামা যোজন যোজন,
    দাঁড়ে বসে তবু হীরামন
    কিছুতেই গাইবেনা সুললিত রাধেকৃষ্ণ রাধে
    সেই অপরাধে
    সমস্ত নগরী ভরে হুলিয়া এবং ইস্তেহারে
    বিধিবদ্ধ সতর্কতা জারি হোলো কবিতার আকারে প্রকারে ৷
    বাধা নেই, প্রতিবন্ধ নেই:
    কবি মিঞা বেচো গিয়া যতখুশী সরিষার তেল
    চাহতো লিখিও ব্লগ, দ্যাখাইও ভানুমতী-খেল
    কাব্যের সমুদ্রে ভাসো
    কেবল কবিতা লিখিওনা
    তারস্বরে বলো কবি:
    নির্বাসনে যাইতে চাহনা!

    হীরামন একা চলে যাবে
    ভীষণ গভীর রাতে পথ জুড়ে কঙ্কাল প্রহরী
    অট্টহাস্য হেসে তার পাসপোর্টে ছাপ দিয়ে দেবে:
    পার্সোনা নন্ গ্রাটা।
    হীরামন আর আসিওনা
    রক্তিম শিশিরে ভাসা আমাদের ঘননীল ঘাসে
    আমাদের সবুজ আকাশে ৷৷
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments