• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৫ | জানুয়ারি ২০২২ | কবিতা
    Share
  • ভিতরে থাকে জল : পরমার্থ বন্দ্যোপাধ্যায়



    অস্বীকার করার কোনও উপায় নেই,
    জন্ম থেকে দু’শো বাহান্নটা অপমান,
    আর তিনশো একুশটা প্রত্যাখ্যানের
    গল্পগুলো মনে পড়ে গেলে, মাঝে মাঝে
    চশমার দু’চোখ ঝাপসা হয়ে আসে।
    চশমার ভিতরেই থেকে যায় জল,
    বাইরে আসার সুযোগ বিশেষ নেই।
    চশমা দিয়েছে এ সুবিধা ইদানীং।

    ভিতরেই থাকে জল, বাইরে আসে না।
    প্রথম চুমুর থেকে, প্রথম প্রত্যাখ্যান
    দাগ কাটে বেশি। বুক ভরে বান এলে,
    চশমা আড়াল রাখে। ভিতরের জল,
    অক্লেশে আড়ালে থাকে, বাইরে আসে না।



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)