• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৫ | জানুয়ারি ২০২২ | কবিতা
    Share
  • সবুজ পরী : অরণি বসু



    পাহাড় থেকে নেমে এসে সেই সবুজ পরী
    আমাদের উপহার দিয়ে গিয়েছিল
                     সুদৃশ্য কাঁচের পাত্রে সুগন্ধী চা —
    তারপর আবার উড়তে উড়তে
                              কোথায় যে চলে গেল!

    আমাদের সম্পর্কের ভিতর অনেক চোরাবালি,
                                  অনেক কানাগলি—
    কে যে কবে কোথায় হারিয়ে যায়!
    জীবনভর নাড়াচাড়া করার জন্যে পড়ে থাকে
    পরীর টুকরো হাসি আর সুদৃশ্য কাঁচের পাত্র।



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)