Poeta en Nueva York (Poet in New York) লোরকার আমেরিকা ও কিউবা সফরকালীন (জুন ১৯২৯ - মার্চ ১৯৩০) লেখা কবিতাগুচ্ছ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরাজি সাহিত্য পড়বেন--বাসনা এমন কিন্তু নিজেই বলেছেন সফর শেষ হয়েছে প্রায় আধ্যাত্মিক আত্মদর্শনে যার বর্ণনা এই পর্যায়ের রচনাগুলিতে। পড়তে গিয়ে মনে হয় সফরকে spiritual--আধ্যাত্মিক বলছেন তিনি নেহাতই রূপকার্থে। যে আমেরিকায় তিনি গিয়েছিলেন তাকে ঘামে রক্তে দেখে নেবার অবকাশ পেয়েছিলেন। দেখতে পেয়েছিলেন প্রাচুর্য ও শ্রমের বৈপরীত্য, দেখতে পেয়েছিলেন অসাম্য, দেখেছিলেন স্বপ্নপীড়িত এবং স্বপ্নতাড়িত তরুণসমাজ এবং দেখেছিলেন ট্যাবুমুক্ত যৌনবিশ্বাসের প্রতি সহমর্মিতা যা তখন স্পেনে ক্রমশ লাঞ্ছনার মুখে পড়ে যাচ্ছিল। নিউইয়র্কে কবি সংকলনরূপে প্রথম প্রকাশিত হয় তাঁর মৃত্যুর পরে ১৯৪০’এ।
নিউ ইয়র্কে ভোর লোরকার জীবদ্দশায় ছাপাই হয়নি। এর দুটি অপর শিরোনাম যা কবি নিজেই পরে বর্জন করেছিলেন তা হল যথাক্রমে Oberro parado – বেকার শ্রমিক এবং Amanecer--ঊষা।
নিদ্রাহীন শহর (রচনাকাল অক্টোবর, ১৯২৯) প্রথম প্রকাশিত হয় ১৯৩২-এ। প্রথম শিরোনাম ছিল Vigilla--প্রহরা, যা নিজেই বাতিল করেছিলেন।
গাভী ও মৃত্যু প্রকাশিত হয় মাদ্রিদ থেকে প্রকাশিত Revisita de Occidente জার্নালে ১৯৩১-এর জানুয়ারিতে।
La aurora (Dawn)
Ciudad sin sueno (Sleepless City)
(Nocturno del Brooklyn Bridge) (Brooklyn Bridge Nocturne)
Vaca (Cow)
Muerte (Death)