ট্রেনের কামরায় দুজন মুখোমুখি বসে। একজন প্রবীণ, নিতান্তই সহজ সরল, হাতে 'কলকাতার যিশু'র একটি কপি। অন্যজন অতি আধুনিক, নবীন, হাতে একটি স্মার্টফোন। হঠাৎ নবীন যুবকটির স্মার্ট ফোনটি বন্ধ হয়ে গেল। ছেলেটি একরাশ বিরক্তি নিয়ে জানলার বাইরে তাকাল। এমন সময় আচমকা একজন বলে উঠল, নীল আকাশ, সবুজ ধানক্ষেত, বৃষ্টিভেজা গাছগাছালি, নদী, ঝরনা, ফুল, পাখি কী চাই বলুন? যুবকটি দেখল একজন ফেরিওয়ালা নানা রঙের রুমাল নিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। তার বিরক্তি দ্বিগুণ হল। সে রুক্ষস্বরে বলল, 'সোজাসুজি বলো না 'রুমাল', এসব আকাশ ধানক্ষেত, নদী, নালা টেনে আনছো কেন?' সে বলল, 'না বাবু, আমি যে সত্যিই আকাশ, বাতাস নদী, পাহাড় ফেরি করে বেড়াই। বিশ্বাস না হলে চোখ বন্ধ করুন, দেখাচ্ছি।'
নবীন যুবক একরাশ বিরক্তি নিয়ে চোখ বন্ধ করল। ফেরিওয়ালা রংবেরঙের রুমালগুলো তার মুখের উপর বুলিয়ে দিল। কিছুক্ষণ পর যুবকটি চোখ খুলল। কিন্তু ফেরিওয়ালাকে আর দেখতে পেল না। সে তখন সামনে বসা প্রবীণ মানুষটিকে পুরো ঘটনার বিস্তৃত বিবরণ দিল। প্রাজ্ঞ ব্যক্তিটি সব শুনে তাকে বললেন, 'তোমার কাছে স্বপ্নের ফেরিওয়ালা এসেছিল। তুমি তো খুব ভাগ্যবান।'
ছেলেটি তারপর বাকি পথটা দরজায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে অতিক্রম করল। তার দুচোখে তখন স্বপ্ন! প্রবীণ মানুষটি ফুরিয়ে যাওয়া দিনের আলোর দিকে তাকিয়ে মনে মনে বললেন তাহলে বাংলায় এখনও অমলকান্তিরা বেঁচে আছে! যারা স্মার্ট ফোন ছেড়ে রোদ্দুর হতে চায়!