• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৫ | জানুয়ারি ২০২২ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : সুগত মুখোপাধ্যায়



    খুব সাবধান

    তোমার আবার ভক্তি আসে না,
    দেখলেই তোলো হাই।
    যদিও শুনেছো এই মুহূর্তে
    তার বিকল্প নাই।

    যে যা-ই ভাবুক এমন তো নয়,
    চেষ্টা করেছো কম।
    বাড়িয়ে বললে তবুও লেগেছে
    গুণমানে মধ্যম।

    তবে সাবধান, সরেশ যে নয়
    বললেই মুখ ফুটে,
    বন্দুক থেকে হয়তো বা কারো
    গুলি যেতে পারে ছুটে।


    ধনাত্মক দৃষ্টিভঙ্গি

    সময়টা খুব খারাপ যাচ্ছে
    আমাদেরও, তাঁরও।
    মুখপাত্রের স্বর ধার করে
    বলে যাচ্ছেন,
    ধৈর্য ধরুন।

    পিচ্ছিল হাতে আঁকড়ে ধরেছি
    শেষ খড়কুটো,
    বলে কী বোঝাবো পরিস্থিতিটি?
    অবর্ণনীয়,
    এমনই করুণ।

    একটাই নাকি ওষুধ এখন
    কাজ দিতে পারে।
    কাঁধে টোকা দিয়ে বলছে সেটাই,
    ভালো দ্যাখবার
    চশমা পরুন।

    (প্রসঙ্গ: ব্যর্থ রাষ্ট্রনায়কের নিরাপত্তা বেষ্টনীর সদস্যরা একযোগে এই বহুমাত্রিক সঙ্কটের নিরসনকল্পে 'পজিটিভ' মানসিকতার দাওয়াইয়ের জন্য মুখর হয়েছেন।)


    অগোপন অসুখ

    বিনিদ্র ঘরে ধোঁয়া উগরায়
    ঝলসানো নাভি,
    সহজদাহ্য গর্ব
    অথবা ঘৃণা।

    তারিয়ে তারিয়ে ঈষৎ মোচড়ে
    ঘোরাতেই চাবি,
    সকলে তুচ্ছ, সে একা
    তুলনাহীনা।

    নিন্দুকে বলে, আষাঢ়ে গল্প,
    পুরো হাবিজাবি!
    হীনমন্যতা, - সেটাই
    অসুখ কিনা।

    (প্রসঙ্গ: প্রবল সংক্রামক অসুখের বহিঃপ্রকাশ এখন আর অস্বস্তিকর নয়, প্রাতিষ্ঠানিক সমাদর লাভ করে তার এখন বাজারে চড়া দর।)



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments