• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১ | জুন ১৯৯৭ | কবিতা
    Share
  • স্থবিরতা : অনুব্রত চক্রবর্তী



    জঙ্গল পেল ভুল রাস্তা
    শুনশান হল বুক
    পাতা ঝরে যায়
    পাতা ঢেকে দেয় মুখ

    নদী পেল তার চঞ্চলতার সুখ
    (পাথরের কাছে ঋণ হয়ে গেল ঢের)
    যৌবন এলো সাঁওতাল কালো দেহে

    তবু তুমি স্থির
    হে প্রিয়তমা, তোমার লক্ষ্যে

    পাতা ঝরে যায়
    পাতা মরে যায়
    অকারণ সন্দেহে



    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)