• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১ | জুন ১৯৯৭ | কবিতা
    Share
  • ভালোবাসার কথা, ভালোবাসবার কথা : চিরন্তন দাশগুপ্ত



    ভালোবাসার কথা
    বাঘের নখের মতো ধারালো ভালোবাসা
    মাছের কানের মতো আঁশগন্ধময়
    লোডশেডিং-এর মধ্যে অন্ধকারে ফিরে আসা
    আমার প্রেমের নাম রূপমতী নয়
    আমার প্রেমের নাম ঘোড়ার চাবুক
    বুকের অসুখ কিংবা অসুখের বুক।




    ভালোবাসবার কথা
    যন্ত্রণার বিনিময়ে পেয়েছি কয়টি ফুলপাতা
    কয়েকটি রং যার মনে নেই কোনো
    ভালোবাসবার মতো সহজে অবগুন্ঠিতা
    বিষণ্ণ শীতরাতে যেমন সহজে বাড়ে তৃণ
    ভালোবাসবার কথা যে লেখে সে অতি অভাজন
    তাকে বিস্মৃতি দাও, দাও শান্ত উদাসীন মন।



    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)