• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১ | জুন ১৯৯৭ | মজলিশ
    Share
  • (রাশিয়ার) লেখকের ছড়া : অংকুর সাহা

    মনে বড় ভয় হয়
    নিকোলাই টলস্টয়

    ভয় তাতে তোর কী?
    ম্যাক্‌সিম গর্কি।

    মন তার বশ কী?
    ডস্টয়েভস্কি

    দোষ নেই, শোন তো!
    ইয়েভ্‌তুশেংকো

    সমঝাই নিশিদিন
    সল্‌ঝেনিত্‌শিন।

    দাঁতে নখে অনুভব
    মিখাইল শলোকভ।

    জল এখানে একবুক
    ইলিয়া এরেনবুর্গ।

    স্বর্গেতে বাতি দেবে
    ইভান টুর্গেনেভ।

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments