• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৬ | এপ্রিল ২০২২ | কবিতা
    Share
  • স্বজন : চিরন্তন কুন্ডু




    পর পর তিনদিন চাল পেয়ে পায়রাদের খুব আম্বা হয়েছে
    গম দেখলে ঘাড় বেঁকিয়ে নেয়
    গেরস্থের সংসার, অত বায়নাক্কা চলে?
    মাকে তো কুলিয়ে গুছিয়ে চলতে হয়
    এতগুলি হাঁ-মুখ সার দিয়ে আছে
    কারো চায়ে একটু আদা লাগে
    কারো ভাতের পাতে দই, বাড়ের বয়সে দুধ
    পালেপার্বণে নতুন জামার জোগাড় আছে
    পোষ্যেরা ঘুরে বেড়াচ্ছে বাড়ির হাতায়
    বেড়াল কুকুর বলো, কাক শালিক
    সবারই তো দাবিদাওয়া আছে
    হিসেবের বাইরের মানুষজন এসে দাঁড়ায়
    ভিখারি ডেকে ওঠে মা ব'লে
    ফেরানো যাবে না, ধর্ম আছেন
    গাছপালাকেও একটু সারজল —
    সব সারতে সারতে দিন গড়িয়ে যায়
    তারপরও দায়িত্ব থাকে
    ধুলোবালি ঝেড়ে মশারির মধ্যে কপালে হাত ঠেকানো
    করুণাময়ী, সবার মঙ্গল করো মা —
    ঘুমের উজান বেয়ে সে প্রার্থনা যাত্রা শুরু করে
    রাত্রে তারা চিনে চিনে পৌঁছবে কোথাও



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments