• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৬ | এপ্রিল ২০২২ | কবিতা
    Share
  • দুটি কবিতা : সেমিমা হাকিম




    জন্মকথা


    মেয়ের শরীর থেকে একে একে ঝরে গেল:
    শিমুল পলাশ
    পাখির পালক
    নতুন ধানের ঘ্রাণ
    তারার আলো--
    এমনি যা কিছু সরল
    যা কিছু নরম, সব!
    সব।

    তবু কোন ক্ষোভ নেই তার!

    অতটাও ঠুনকো নয় যে ভেঙে পড়বে!

    নারীজন্ম বিশ্বাসের,
    নারীজন্ম সরল কথাবৃত্তের...


    কাপ

    হাতল আর রঙের স্থায়িত্বের কথা চিন্তা করতে করতে
    ফ্লেভার, লিকার বা ঠোঁটের পর্যালোচনা করার সময় পায় না কাপ
    অথচ তলানি লেগে লেগে স্থায়ী কালচে দাগ

    ভেতর দেওয়াল জুড়ে


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments