• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৬ | এপ্রিল ২০২২ | কবিতা
    Share
  • জাদু : অনুষ্টুপ শেঠ





    যখন শো শেষ, সবাই ফিরে গেছে ফুল্লকুসুমিত অঙ্গনে, তখন প্রেক্ষাগৃহে একাকী দর্শক সামনের অন্ধকার স্টেজে কী দেখে?
    তার সময় বয়ে গেছে। অনেক অর্থহীন কাজে, অনেক অযোগ্য সম্পর্কে তার প্রাণ বয়ে গেছে…

    কতদিন ঘুমোয়নি সে, প্রেক্ষাগৃহের বিশাল আলো-আঁধারির মধ্যে তার সেই ক্লান্তি ছড়িয়ে যাচ্ছে টায়ার জ্বালানো কালো ধোঁয়ার মতো। তার অস্তিত্ব সরে যাচ্ছে সব ইন্দ্রিয় থেকে বহুদূরে, আর হলের অমসৃণ দেওয়ালের মতো, সিটের মর্দিত-মলিন ছেঁড়া কভারের মতো, এসির ঠাণ্ডার মতো স্পর্শেরা নেতিয়ে পড়ছে তাকে ছুঁতে না পেরে।

    সে কিছু নিয়ে আসেনি হাতে? সঙ্গে? এরকম হেলাফেলায় কে তাকে পথে বেরোতে দিল! তার খোলা হাত নিজের উরুর উপর আলগোছে রাখা, যেন সেটা অন্য কারও বসার ঘরের দামি সোফা। তার বুকের খোলা বোতামের মধ্যে হা হা করছে খাদ। সে অতলের সামনে ক্রমশঃ আরও অপ্রতিভ হয়ে পড়ছে বেরোনোর দরজার উপর আলোর তিরচিহ্ন।

    দুঃখ যেন সিমেন্টের চোরা ধারা, তার মঞ্চের দিকে চেয়ে থাকার উদগ্র রেখা ধরে প্রতিনিয়ত সেই অনপনেয় স্রোত মিশে যাচ্ছে তার রক্তে, ঘুমে, জাগরণে।

    এইরূপে কতদিন, কতকাল...

    সে কি জানে, একদিন আচমকাই সে দর্শকাসন থেকে নিজেকে দেখতে পাবে স্টেজে্র উপর, শিল্পীর অপেক্ষারত এক মূর্তি- কঠিন, প্রস্তুত ও প্রস্তরীভূত।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments