• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৬ | এপ্রিল ২০২২ | কবিতা
    Share
  • অল কোয়ায়েট : মার্চ ২০২২ : নিরুপম চক্রবর্তী




    বহুদিন আসোনি তো, যদি আজ হঠাৎ দরজা ঠেলে ঢোকো
    দেখবে সাদরে হাত বাড়িয়ে রয়েছি আমি;
    স্মিত-মগ্ন-ব্যগ্র কণ্ঠস্বরে
    ডেকে নেবো তোমাকেই অন্ধকারে, এই অন্ধকারে
    আলোর ফুলের মতো এখানে উঠবে ফুটে
    কবিতা তোমার ওই রক্তময় পদচিহ্ন সারি
    তোমার আতঙ্কমাখা কম্প্রস্বর ধ্রুবমার্গী সংগীতের মতো
    ছড়িয়ে পড়বে সুরে, উড়ে যাবে অলিন্দের কবুতরগুলি
    দেখবে সাদরে হাত বাড়িয়ে রয়েছি আমি
    কবিতা কখনও যদি আসো।

    অনন্ত প্রতীক্ষা তবু কবিতা আজকে আসবেনা;
    বেজে ওঠে সাইরেন, বায়ুহীন বাঙ্কারেতে
    কেঁদে ওঠে শিশুদের শব
    নিরস্ত্র কবিতা দ্যাখো সাঁজোয়া গাড়ির নিচে
    ঝাঁপিয়ে পড়েছে আজ
    (সেও মৃত!)
    রেমার্ক লিখিয়া গেছে পশ্চিমের রণাঙ্গন এখন নীরব।।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments