• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৬ | এপ্রিল ২০২২ | কবিতা
    Share
  • ঋতুর সঙ্গে একা – #১, #৩ : সুবীর বোস




    ঋতুর সঙ্গে একা – ১

    দোলাচলে হেঁয়ালি ছড়িয়ে আছে ফুলছাপ বিছানায়
    বিপদসীমার আয়োজনে।
    দূরে, জানালায় লুকোচুরি খেলে আনন্দঋতুর কাশবন।
    আহা, মৃদু ভোরের শরীরে বালি মেখে
    সুদীর্ঘ নৈঃশব্দ্য ছুঁয়ে উপকুলরেখা জেগে আছে
    প্রত্যক্ষ দূরত্বটুকু মেপে

    এদিকে দূরত্ব কমে এলে ফুলছাপ বিছানায়
    আমি টের পাই
    ডিঙি নৌকার সশব্দ আগমনী রাগ
    হাত নাড়ছে
    হেঁয়ালি বসন্ত আর জটিল শীতের ক্রমদূরত্ব না ভেবে


    ঋতুর সঙ্গে একা – ৩

    বৈধ গ্রীষ্মডালে চোখ রেখে যে বৈশাখের কথা ভেবেছিলাম
    সে তো অভিমানী উপগ্রহ হয়ে মিশে গেল চাঁদের শরীরে
    শূ্ন্যের ক্যানভাসে তবু তাকেই দেখি – চোখে অদ্ভুত নেশা
    বৈকালিক হাসছে মধ্যবাগান – ঠোঁট মৌমাছি ঘেঁষা


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments