• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৬ | এপ্রিল ২০২২ | কবিতা
    Share
  • অন্তিম নিবাস : কাঞ্চন রায়




    ভদ্রলোক আর পেছন ফিরে তাকালেন না।
    যেভাবে এগিয়ে চলেছেন
    দেখে মনে হচ্ছে, পা দুটো তাঁর
    মেঘেদের মত ভারী হয়ে উঠবে অচিরেই!
    হাতের লাঠিখানা, রোদ পড়ে দ্রুত গলে যাচ্ছে
    শৈল‍শিরার ফাঁকে বরফ স্তূপ যেমন;
    এ কথা হয়তো তিনি আগেভাগেই টের পেয়েছেন ।
    এক দশক আগে স্ত্রীর রেখে যাওয়া
    শেষ সাক্ষাৎ— বিছানা-চাদর,
    পুরোনো পাটভাঙা ধুতি পাঞ্জাবি, হাত ঘড়ি,
    দু'একটা ডায়েরি ইত্যাদি ইত্যাদি—
    ছেঁড়া ব্যাগটিতে গুছিয়ে নিয়ে
    ভদ্রলোক আর পেছন ফিরে তাকালেন না।

    রোদ পড়া বরফের লাঠিখানা
    দ্রুত গলে যাওয়ার আগেই,
    অন্তিম নিবাসটিতে পৌঁছে যাওয়া
    তাঁর কাছে বোধহয় বেশি সম্মানের...


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments