• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৬ | এপ্রিল ২০২২ | কবিতা
    Share
  • দুটি কবিতা : দেবাশিস গোস্বামী




    মার শিয়রে দাঁড়ালে

    জলের গন্ধ পাই, জলের ওপার নেই
    এপারে জোয়ারের শান্ত প্রতীক্ষা
    চেতনার শরীর ধুয়ে দেয় শীতল অন্ধকার
    পদতল থেকে জানু, কোমর ছাপিয়ে
    স্পর্শ করে গ্রীবা, গলায় জমাট
    ক্লেদ-কালি, কুটিল অবিশ্বাস
    দূষিত রক্তের মতো জলে এসে মেশে
    স্মৃতির শূন্যতা ভরে তোলে স্বচ্ছ অন্ধকার
    চেতনায় যা কিছু কুশ্রী অসুন্দর
    ঢেকে দেয় শৈশবের মতো
    অনাবিল শুদ্ধ পলি
    সমতল হয়ে আসে কুঞ্চিত কপাল

    অচেতন অস্তিত্বের শিকড়ে
    অশ্রুর অন্তিম ঋণ রেখে যাবে বলে
                জোয়ার অপেক্ষা করে


    অন্তিম অবগাহন

    খোলার কথা ছিলো না
    তবু ভালোবাসার অন্তিম জাদুতে
    দরজা খুলেছিলো একবার
    দেশকালের দীর্ঘ টানেল পেরিয়ে
    অপূর্ব আলোর ইশারা
    জীবনের এপার ওপার বয়ে গেলো
    ধুয়ে দিলো আজন্মের অন্ধকার
    তারপর আবার বন্ধ হল কপাট
    ক্ষীণ আলোর রেখা
    অক্ষম ওষ্ঠে হাসির আভাস জাগিয়ে

    রুদ্ধ দ্বারের পিছনে
    শুরু হবে আলোর সমুদ্রে
    অন্তিম অবগাহন।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments