• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৬ | এপ্রিল ২০২২ | কবিতা
    Share
  • স্বপ্নের কাটাকুটি : দেবারতি মিত্র



    স্বপ্নের কাটাকুটি খেলতে খেলতে
    যে ছেলেটি আমার খুব কাছাকাছি এসেছিল,
    সে এখন মেঘে মেঘে উড়ছে।
    ও যে বালক, ওর কোনো মতিস্থির নেই।

    আতা গাছে কখন ফল পেকেছে ও গ্রাহ্যই করে না,
    পাড়ার ছেলেরা সব পেড়ে নিয়ে গেল।
    দেখে আমার বুক ফেটে যায়,
    টরেটক্কা টরেটক্কা সংকেত কেউ ধরতেও পারে না,
    আমিই শুধু বুক চাপড়ে কেঁদে মরি।


    অলংকরণ (Artwork) : সঞ্চারী মুখার্জী
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments