• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৬ | এপ্রিল ২০২২ | কবিতা
    Share
  • দুটি কবিতা : ঝর্না বিশ্বাস




    পাঠিকা# ৭
    শব্দরা নিবিড় হয়
    ছন্দে অভিমান

    সূচীপত্র ছুঁয়ে থাকি
    পুরনো অভ্যাসে

    পাঠিকা# ৮
    আপনাকে যে আমি খুঁজব, আপনি জানতেন
    আপনি জানতেন, দু এক বসন্ত
    যেমন তেমন পার হয়ে গেলেও
    যে অসুখ আমার
    কোন পথ্য নেই ওতে,
    শুধু এই লেখা ছাড়া

    লেখাই প্রলেপ, লেখাই ব্যান্ডেজ
    ভাঙা মন ও মননের

    আসলে আমাদের সম্পর্কটা
    ভুল করে বানানে দুটো হসন্ত
    ব্যতীত অন্য কিছু নয়

    তবু এ অকারণ খোঁজ,
    গোগ্রাসে গিলে ফেলা, কিছু শব্দ-বাতাসা

    ঈশ্বর, আপনি হাসছেন
    মৃদু হাসি, লেখক – তা আপনারও

    আমি শেষ অনুচ্ছেদের ভেলকি দেখার অপেক্ষায়
    উপন্যাসের পাতা ধরে ঝুলছি

    বলুন, আরও লিখবেন তো?
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments