• Parabaas
  Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
 • পরবাস | সংখ্যা ৮৬ | এপ্রিল ২০২২ | কবিতা
  Share
 • সাদাকালো ছবি : পরমার্থ বন্দ্যোপাধ্যায়
  পাতাঝরার প্রতিটি পদক্ষেপে লেখা থাকে বসন্তের আগাম খবর।
  আমার জানালা থেকে একটিও গাছ চোখে পড়ে না; পাতাঝরার শব্দ,
  পাখির কূজন, শুনিনি কতদিন।

  আমার জানালার ঘ্রাণে লেখা নেই শিউলির মৃদু সুবাস, কাশবন,
  শরতের নীল আকাশ। সেখানে না কাচা পর্দার মতন ঝুলে থাকে
  সারি সারি পাঁশুটে মেঘের দল।

  সেই মেঘে বৃষ্টি হয় না কোনোদিন। আকাশ চিরে দেওয়া বিদ্যুৎ শিখা,
  বর্ষার মেঘ, গৌড় মল্লারে ঝরঝর বৃষ্টির সোঁদা গন্ধ;
  আমার জানালার খবর রাখে না।

  হেমন্তের অরণ্যের পোস্টম্যান তার চিঠির হলুদ ঝুলি নিয়ে
  আমার জানালায় আসে না, পশমের মতো লালফল আর ঘাসবনে
  নীল ফুল ফোটার বার্তা নিয়ে।

  আমার জানালা শীতকালের সকালে রোদের নরম আদর জানে না,
  আলতো রোদ্দুরে পিঠ রাখা কুলের আচার মাখামাখি জানালাটির
  কোলে, অলস বসিনি কত শীত!

  কত গ্রীষ্ম চলে গেল, ভোরের প্রথম সূর্য আমার জানালায়
  ঝাঁপ দিয়ে বলল না, চোখ খোলো। আমের মুকুল, কালবৈশাখীর ঝড়,
  এই জানালার ঠিকানা জানে না।

  আমার দৃশ্যপটে শুধু ভেসে থাকে সারি সারি বিবর্ণ ফ্ল্যাট বাড়ি,
  সেইসব ফ্ল্যাটবাড়ির অনেক অনেক ধূসর ইউনিফর্ম
  পরা জানালা থেকে জানালায় রিলে রেসের মতন ছুটে যায় সান্ধ্য
  সিরিয়াল, তৃতীয় জানালার হাঁড়ির খবর।

  তবু আমি খুব জানালা প্রিয় এক জীবন কাটালাম, কেননা আমার
  জানালার পাশে রাখা ড্রেসিংটেবিলে তোমার সাদাকালো ছবিতে, লেগে
  থাকে সাতরঙা ছ’টি রঙিন ঋতু।

  তোমার সাদাকালো ছবিতে রঙিন, আমার খুব জানালা প্রিয় জীবন।
 • মন্তব্য জমা দিন / Make a comment
 • (?)