• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | Rabindranath Tagore | ছবি
    Share
  • রবীন্দ্রনাথের মূর্তি--প্রাগ, চেক রিপাবলিক :

    চেক রিপাবলিকের প্রাগ শহরে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি। কবি এ শহরে বার দুই এসেছেন,
    বক্তৃতা দিয়েছেন, বিশ্বভারতীতে চেক অধ্যাপকদের নিয়োগ করেছেন। প্রাগ ৬ অঞ্চলে,
    চেক টেকনিক্যাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশে, কবির নামে নামাঙ্কিত
    এই সড়কটির নাম ঠাকুরোভা। মূর্তিটির নীচে লেখা আছে: রবীন্দ্রনাথ ঠাকুর।
    এ শহর তাঁকে টেগোর নয়, ঠাকুর বলেই জানে।


    পাঠকদের অনুরোধ করছি বিভিন্ন জায়গা থেকে এ-ধরনের ছবি পাঠাতে-- সম্পাদক



    অলংকরণ (Artwork) : ছবিঃ নিরুপম চক্রবর্তী

    Tags: Rabindranath Tagore, Statue at Prague, Czech Republic
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments