• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৮ | অক্টোবর ২০২২ | ভ্রমণকাহিনি, প্রকৃতি, বাকিসব
    Share
  • বাঙাল চড়ল বেলুনে : সুনন্দন চক্রবর্তী


    বেলুন ফোলানো চলছে

    অনেকেই একদম বুঝতে পারেন না যে বাঙালেরা আদ্যোপান্ত রোম্যান্টিক। বাঙালনি যখন হাঁক পাড়েন, ‘কোন সুলায় (অর্থাৎ চুলায়) গ্যাসো, খাইয়া গুষ্টি উদ্দার করো’, সেটা সত্যি সত্যি পিতৃপুরুষ তর্পণের আহ্বান নয়, সেটা রবিবারের সকালে ফুলকো লুচি আলুরদম সহকারে জলখাবার সমাধা করার প্রেমপূর্ণ ডাক। আর আপনি যদি রোম্যান্টিক হন তাহলে বেহিসাবি কাজে আপনার ষোলআনা হক। এ তো একটা বাচ্চা ছেলেও জানে রোম্যান্টিকদের কপালে লেখা আছে তাদের টাকাপয়সার বিলক্ষণ অভাব থাকবে, প্রেমগুলো হবে পাগলপারা, যক্ষ্মায় বা গুলি খেয়ে পটল তুলতে হবে অকালে, বেঁচে থাকতে শুধুই শুনতে হবে নিন্দামন্দ, কিন্তু একবার বেঘোরে মারা গেছে কি না গেছে চাদ্দিকে একেবারে ধন্যি ধন্যি পড়ে যাবে।

    কবিতা টবিতা লিখতে না পারলে কী হবে বেঘোরে মারা যাওয়ার চেষ্টা এজীবনে কম করিনি, কিন্তু অন্য সব কাজের মতো এটাতেও ব্যর্থ হয়েছি। আর এগুলো করতে গিয়ে মালুম হয়েছে অনেকগুলো ঝুঁকি আসলে তেমন কোনো ঝুঁকি নয়, আমরা একটু বাড়িয়ে ভাবি। আমাদের যেমন ভয় দেখানো হয়েছিল বেলুন যাত্রা বিপদসঙ্কুল আলগা স্কার্ফ বা ক্যামেরা স্ট্র্যাপ দমকা হাওয়ায় গলায় ফাঁস হয়ে যেতে পারে, উদগ্রীব হয়ে নীচে কী আছে দেখতে গিয়ে যে-বাক্সের মধ্যে চড়ে যাত্রা তার দেওয়াল টপকে পপাত চ মমার চ হয়ে যেতে পারে, বা নামার সময়ে হাওয়া অনুকূল না থাকলে বাক্স কাত হয়ে দাঁত ছিরকুটে পড়তে পারে। তবে এসব কিছুই হয়নি, হয়েছে দেদার মজা। কিন্তু তার আগে আছে বিস্তর প্রস্তুতি। প্রথম থেকে পরম্পরাযুক্তভাবে বলা যাক।

    লোকে পোপকে দেখতে ভ্যাটিকান যায়, আইফেল টাওয়ার দেখতে পারি যায়, টিউলিপ দেখতে হল্যান্ড যায়, মাচ্চুপিচ্চু দেখতে পেরু যায় তেমনি মাইগ্রেশন দেখতে কেনিয়া বা তানজানিয়া যায়। জুলাই-অগস্ট এমনকী সেপ্টেম্বর জুড়ে সবুজ ঘাস খুঁজে পেতে দলে দলে জেব্রা আর ওয়াইল্ডবিস্ট প্রাণ হাতে করে মারা নদী এপার ওপার করে সেই কতকাল ধরে, তার নামই নাকি মাইগ্রেশন। তো আমি নেহাত বাঙাল বলে কেনিয়া তানজানিয়া ধাওয়া করেছি দু-চারবার, কিন্তু এহেন দুর্লভ যাত্রা দেখে উঠতে পারিনি। পাড়ার সবাই বলল ওটা না কি মস্ত ভুল হয়ে গেছে।

    পরশুরামের কেদার চাটুজ্জে ভূতে ভয় পেত না কিন্তু ‘কলচর’কে ডরাত। কেন সে আলী সাহেব লিখে গেছেন আপনারা পড়েছেন। আমি তেমনি ভগবানে বিশ্বাস না করি পাড়ার ঠেকে করি। ঠেক সব জানে, দীপিকা পাড়ুকোনের দর্জির নাম, কর্কটরোগের নতুনতম চিকিৎসা কী, কোন শেয়ারের দাম লাফিয়ে বাড়বে, বিশুদ্ধসিদ্ধান্ত পঞ্জিকার এবারের তিথি গণনা কেন শুদ্ধ নয় সব। তাই মনে হল ভুলটা শুধরে নেওয়া দরকার।

    এবার আমরা যাচ্ছি একটু নতুন পথে, আদ্দিস আবাবা হয়ে। মাঝরাতে বিমান ছাড়ার পরে পরেই আপ্যায়ন করে খেতে দেওয়া হল আমাদের। মুম্বাই বিমানবন্দরে ভয়ংকর ভিড় ঠেলতে হয়েছিল। ভালো করে খাওয়া হয়নি। তাই খেয়েই ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা আদ্দিস আবাবা। ঘন্টা চারেক অপেক্ষার পর তানজানিয়ার উড়ান ধরতে হবে আমাদের। যথারীতি শেষ মুহূর্তে ঘোষণা হল গেট বদলে গেছে। একটা আন্তর্জাতিক ভিড় পড়িমড়ি করে দৌড় দিল নতুন গেট লক্ষ্য করে। আমরা সেই বিশাল সর্পিল লাইনের পিছন দিকে। অবশেষে যখন প্রবেশমুখে এলাম বিমানের ভারপ্রাপ্ত কর্মী মিষ্টি হেসে বললেন আপনাদের সিট নেই।

    মানে?!!

    জানা গেল যান্ত্রিক গোলযোগের কারণে নির্দিষ্ট বিমানটি বাতিল হয়েছে। পরিবর্ত বিমানটি আকারে একটু ছোটো। ফলে পিছন দিকে যাদের আসন ছিল সেগুলো কাটা পড়েছে। আমাদের উদ্‌বাস্তু কলোনিতে লোকেরা হামেশা নানা জায়গা থেকে বাদ পড়ে যেত, এনিয়ে দাঙ্গাহাঙ্গামার বেশি কিছু হত না। ভুরুর নীচে কাটা দাগ না থাকলে আবার বাঙাল কি?

    ওদিকে কিলিমাঞ্জারো বিমানবন্দরের বাইরে যে আমাদের সারথি কাম গাইড অপেক্ষা করে থাকবেন, ওদিকে যে আমাদের গোরংগোরো তে হোটেল বুক করা আছে, আমাদের যে আবার খিদে পেয়ে গেছে, আমার পিসিমা যে কলকাতায় বসে খুব দুশ্চিন্তা করবেন, সবচেয়ে বড়ো কথা বেড়াতে বেড়িয়ে আবার বিপাকে পড়েছি শুনলে ইয়ারবক্সিরা যেসব বাক্যবাণ বর্ষণ করবেন সেগুলো সামলাবে কে? তড়বড় তড়বড় করে এসব যতই বলি ভদ্রলোক খালি বলেন আমার ওপর ভরসা রাখুন। আগে অন্যদের উঠতে দিন। শেষমেষ কি তাহলে আনরিজার্ভড কামরায় বাথরুমের পাশে মেঝেতে চাদর পেতে যাওয়ার মতো করে যেতে হবে না কি? একটাই সুবিধে, মিনিট চল্লিশেকের উড়ান, আর চেনা কেউও নেই। আর হ্যাঁ, ছোটো বিমান হোক আর যাই হোক আমাদের চেক ইন লাগেজ খোলের মধ্যে ঠুসে দিয়েছে তো? অবশেষে শেষ লোকটিকে নিয়ে যখন এয়ারলাইনসের বাস চলে গেল আমরা বাক্‌শক্তিরহিত হয়ে শুধু তাকিয়ে রইলাম। তারপর ভদ্রলোক প্রবেশদ্বারের মুখের যন্ত্র থেকে ফরফর করে চারটে বোর্ডিং পাস বের করে আমাদের হাতে দিয়ে বললে এই আপনাদের প্রথম শ্রেণিতে উন্নীত করে দেওয়া হল। আসুন। আনন্দের চোটে দু-গেলাশ লাল ওয়াইন খেয়ে ফেললাম ওই চল্লিশ মিনিটের যাত্রায়।

    কিলিমাঞ্জারো খুব ছোটো বিমানবন্দর। মূলত পর্যটকরা ব্যাবহার করেন। তাই ছোটো হলেও ইমিগ্রেশনের অনেকগুলো জানালা। ফলে বেশ তাড়াতাড়ি বেরিয়ে পড়া গেল। আমাদের সারথির নাম ইনোসেন্ট সত্যিই এক বড়োসড়ো চেহারার দেবশিশু। সে জানাল আরুশাতে আমরা একবার খেতে থামব। তারপর সোজা গোরোঙ্গোরো। চমৎকার খাওয়া। বিশেষত একটা তেলাপিয়া গোছের মাছ তো অপূর্ব। সন্ধের অন্ধকারও নামল আমরাও এসে পৌঁছোলাম এক ভারি সুন্দর হোটেলে। দুঃখের বিষয় কাল ভোরেই আমাদের বেরোতে হবে এ-সুখাশ্রম ছেড়ে।

    রাত থাকতে থাকতেই বড়ো ভোজনকক্ষে ইলাহি নাস্তার আয়োজন হয়েছে। তার মানে হোটেলকর্মীরা তো প্রায় মাঝরাত থেকে বন্দোবস্ত করতে লেগেছেন। তানজানিয়া এবং কেনিয়ার এই হোটেলগুলো বা জঙ্গলের ক্যাম্পগুলোয় এঁরা এইভাবে কাজ করতে অভ্যস্ত। যেহেতু ভোরের দিকে বনের প্রাণিদের নড়াচড়া বেশি তাই বাবুবিবিরাও ভোর ভোর বেরিয়ে পড়তে চান। সুতরাং অন্ধকার থাকতেই ছোটো হাজরি এবং প্যাকড লাঞ্চ তৈরি করে ফেলাই রীতি।

    আমি বাদে দলের বাকিরা গোরোঙ্গোরোর গহ্বরে নামছে এই প্রথম। চারপাশের পাহাড়ের দেওয়ালের মাথায় হালকা কুয়াশা জড়ানো। তার মধ্যে দিয়ে সাফারির বাহন আপনাকে নিয়ে নামতে শুরু করলে ‘দ্য লস্ট ওয়ার্ল্ড’ এর কথা, মাইরি বলছি, আপনার মনে পড়ে যেতে বাধ্য। সেই বিস্ময় আর উত্তেজনা ঘন্টা পাঁচেক উপভোগ করার পর স্বাভাবিকভাবেই আমাদের আবার খিদে পেল। আর তারপর আমরা রওনা হলাম সেরেঙ্গিটির দিকে। বেলা বেড়ে ভালোই গরম, তার মধ্যে প্রান্তরের চওড়া কিন্তু কাঁচা, খানাখন্দ ভরা রাস্তা দিয়ে সেই পড়িমড়ি ছুটের কথা যত কম বলা যায় ততই ভালো।


    মাসাই চুড়ি বিক্রেতা

    সন্ধে সন্ধে আমরা পৌঁছে গেলাম ওলগাটুনি ক্যাম্পে। এখানে তিন রাত কাটাব আমরা। ক্যাম্পগুলোর কেন্দ্রে সাধারণত থাকে একটা রিসেপশন কাম খাওয়ার জায়গা। তার দু-পাশে লম্বা করে একেকটা দু-জনের থাকার উপযোগী তাঁবু। আমরা পেলাম একদম খাওয়ার জায়গার সঙ্গে লাগানো পরপর দুটো তাঁবু। আমাদের সাবধান করে দেওয়া হল রাতে যেন আমরা একা না বেরোই। একটা করে আলো দেওয়া হল আমাদের। ঘর থেকে বেরিয়ে সেটা জ্বালালেই অন্ধকার ফুঁড়ে উদয় হবে একজন মাসাই প্রহরী। আমাদের নিয়ে আসা নিয়ে যাওয়া তার দায়িত্বে। সারা দিনের ধুলো থেকে স্নান করে পরিস্কার হওয়া, ক্যামেরা ব্যাটারি ইত্যাদি চার্জ দেওয়া, মেমরি কার্ড থেকে ল্যাপটপে ছবি তুলে নেওয়া, এইসব করতে করতেই খাওয়ার ডাক এসে যায়। আমরা একটু দেরি করার বায়না করি। আমাদের ভয় দেখানো হয় বুফেতে আর কিছু পড়ে থাকবে না। এসব এখন জানা রুটিন।

    মহুয়াদি একটু ক্লান্ত হয়ে পড়েছিলেন গতদিনের হাড় ভাঙো-ভাঙো যাত্রায়। আমরা তাই ঠিক করলাম প্রথা ভেঙে আমরা সকালে বেরিয়ে লাঞ্চ-এ একবার ফিরে আসব। বিকেলবেলার যাত্রায় থাকব আমরা অদম্য তিনজন।

    বিকেলবেলা তো যা হোক দুনিয়ার পশুপাখি আমাদের দেখে যা আমোদ পাওয়ার পেল কিন্তু আসল মজা হল সেদিন রাত্তিরে। সবাই খেয়েদেয়ে শুয়ে পড়ার পর সারাদিন চষে যে-সিংহ মহারাজের আমরা দেখা পাইনি তিনি স্বয়ং ক্যাম্পে এলেন দেখা করতে। কলিং বেল ছিল না বলে খাওয়ার তাঁবু আর এক নম্বর তাঁবুর মাঝখানে বসে ঘণ্টা দুই ডাকাডাকি করে তিনি ক্ষান্ত হলেন। আলো যখন ফুটি-কি-না-ফুটি হয়েছে বড়ো টর্চ হাতে তাঁবুর বারান্দায় আসতেই মাসাই প্রহরী তাঁর হাতের টর্চ জ্বালিয়ে ইশারা করে সামনের দিকে ফেলতেই দেখতে পেলাম একটি বাদামি পিঠ আর পিঙ্গল কেশরের আভাস অপস্রিয়মান। বুঝলাম রাজদর্শন দিয়ে দিন শুরু হয়েছে যখন আজ আর কোন চিন্তা নেই।


    মুখব্যাদান

    হলও তাই। একটা গ্রান্টস গেজেল এর দলকে ভালো করে দেখতে গিয়ে দেখলাম একটু দূরে দুই মহিষী সহকারে রাজা বাহাদুর বসে আছেন। তাঁর রাজকীয় বসা, হাই তোলা, আড়মোড়া ভাঙা ইত্যাদি দেখতে এত ব্যস্ত ছিলাম খেয়ালই করিনি সিঙ্ঘিদের একজন নিঃসাড়ে হরিণদের দিকে এগিয়ে গেছে। ফলে আমাদের প্রায় চোখের সামনে যে হত্যাকাণ্ড ঘটে গেল আমরা তার সাক্ষী হতে পারলাম না। বিভিন্ন গাড়ি থেকে ভেসে আসা নানা বিস্ময়োক্তি শুনে চোখ তুলে দেখলাম দূরে একটা হলুদ পিঠ, তার মুখ থেকে কিছু একটা ঝুলছে, ঘাসবনের মধ্যে ঢুকে যাচ্ছে। আফশোস করার বেশি সময় পেলামনা। সিংহ বাহাদুর হেলতে দুলতে শীর্ণ একটা জলের ধারার পাশে উবু হয়ে বসলেন। হ্যাংলা আলোকচিত্রীরা একমনে সেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল।

    ওলগাটুনি থেকে বিস্তর হাসি আলিঙ্গন বিনিময় করে আমরা রওনা দিলাম মাসাই মারা-র উদ্দেশ্যে। ইনোসেণ্ট সীমান্ত অবধি আমাদের দেখভাল করবে। তারপর নতুন চালক, নতুন গাইড। সীমান্তের নাম ইসাবেনিয়া। বন ছাড়িয়ে হাইওয়েতে পড়ার পর সাদামাটা গাঁ-গঞ্জের মধ্যে দিয়ে আমরা চলেছি সীমান্তের দিকে। রবিবারের অলস সকাল। আমাদের সচকিত করে এক গলি থেকে বেরিয়ে এল এক শ্বেতাম্বর, সহাস্য, সুদৃশ্য মিছিল, ক্রুশ হাতে গান গেয়ে নাচতে নাচতে মিছিল চলেছে গঞ্জের গির্জার দিকে। আমাদের দেখে সবাই হাসিমুখে হাত নেড়ে বিদায় জানাল। ধর্মের অনুগামীরা এত স্বতঃস্ফূর্ত অহিংস সজীবতা দেখাতে পারে দেখে ভারি ভালো লাগল।

    সীমান্তে কড়াকড়ি তেমন নেই। একটা বড়ো কম্পাউন্ডের এধারে একটা বড়ো বাড়ি। তার পাশে বড়ো পার্কিং-এর জায়গা। সেখানে আমাদের গাড়ি এসে দাঁড়াবার পর ইনোসেন্ট আমাদের কেনিয়ান সারথিকে ফোন করে ডাকতেই তিনি তাঁর গাড়িটা নিয়ে এসে আমাদের একদম পাশে লাগিয়ে দিলেন। ওঁরা দুজনে যতক্ষণে এ-গাড়ি থেকে ও-গাড়িতে সব মাল চালান করছেন আমরা বাড়িটার মধ্যে ঢুকে পাসপোর্টে বেরোবার ছাপ্পা লাগিয়ে আনলাম। আরেকটু এগিয়ে গিয়ে নতুন গাড়ি আমাদের কেনিয়ান সীমান্ত চৌকি, অর্থাৎ আরেকটা একতলা বাড়ির সামনে নিয়ে এল। খুব সামান্য দেখেশুনে তাঁরা আবার প্রয়োজনীয় ছাপটাপ মেরে আমাদের কেনিয়া প্রবেশের অনুমতি দিয়ে দিলেন।

    আমাদের নতুন গাইডের নাম ডেভিড। খুব পোড় খাওয়া লোক। সীমান্ত চৌকি লাগোয়া একটা কাফেটেরিয়া দেখিয়ে বললেন রাস্তায় আর তেমন ভালো খাওয়ার জায়গা নেই, ওখানেই বসে খেয়ে নিতে। উনি যে-ক্যাম্পে আমাদের নিয়ে যাবেন তারা আমাদের লাঞ্চ প্যাক করেই দিয়েছিল। কাফেটেরিয়ার কফি ইত্যাদি সহযোগে সেটা আমরা সাবড়ে দিলাম। আমরা স্থানীয় সিম কার্ড নিতে চাই শুনে ডেভিড বললেন ঠিক বাইরেই একটা জায়গায় সেটা পাওয়া যাবে, তবে জায়গাটা ঘিঞ্জি এবং সব সীমান্তের মতো এখানেও উটকো লোকেদের একটা ভিড় আছে। একটু সাবধানে আর তাড়াতাড়ি করে ব্যাপারটা সমাধা করে নিতে হবে। সত্যিই নানা কিসিমের লোক আমাদের ছেঁকে ধরেছিল, তবে ডেভিডের অভিভাবকত্বে আমরা কোনো বিপর্যয় ছাড়াই কাজটা সেরে ফেললাম।

    এখানেও ক্যাম্পে পৌঁছতে সন্ধে নামল। মাসাই মারা-র এই প্রান্তে আমরা কখনো থাকিনি। এখানেও প্রথমে ঢুকেই একসাথে খাওয়ার জায়গা আর রিসেপশন। নানা পথরেখা ধরে এগিয়ে গিয়ে বিভিন্ন নম্বরের তাঁবু। জঙ্গল বেশ ঘন বলে তাদের অবস্থান এখান থেকে দেখা যাচ্ছে না। প্রথমিক আপ্যায়নের পরে আমাদের তাঁবু নির্দিষ্ট হল। এবার আমাদের দুটো তাঁবু সামান্য তফাতে। সৌভাগ্যবশত সদ্য কেনা সিমকার্ড ভালোই কাজ করছে। সমন্বয়ের অসুবিধা হবে না।

    পরের দিন ভোরে ডেভিডের সঙ্গে দেখা হতে বললাম তিনটে সাধারণ জিনিস শুধু দেখতে চাই চিতার শিকার, প্রাণিকুলের নদী পেরোনো আর দলবল পরিবার সহকারে সিংহ মশাই। ডেভিড ঝুনো লোক। মৃদু হেসে খালি বলল দেখা যাক।


    মহাভোজ

    প্রথমেই সাক্ষাৎ পাওয়া গেল সিংহ-এর দলের। জলের ধারা পেরিয়ে একটা ঘাসজমি। সেখানে একটা মোষের ওপর হামলে পড়েছে গোটা দশ বারো সিংহি আর বাচ্চা। তাদের ঘিরে রয়েছে পর্যটকদের গাড়ি। আগেকার দিনের দক্ষ টাইপিস্টরা যখন ঝড়ের বেগে টাইপ করতেন, তেমনি আওয়াজ করে ক্যামেরার শাটার পড়ছে। কোনো ভ্রূক্ষেপ নেই তাদের, একাগ্রচিত্তে খেয়ে চলেছে। অল্প সময়ের মধ্যেই হাড় ক-খানা আর শিং দুটো শুধু পড়ে রইল মোষ বাবাজির। গাড়ির দল আস্তে আস্তে পাতলা হয়ে এল।


    শিকারের খোঁজ

    এই বিশাল প্রান্তরের কোনো কোনায় কারুর দেখা পেলেই ওয়াকিটকিতে সে-কথা চাউর হয়ে যায়। কাছাকাছি সবাই সেদিক পানে ধাওয়া করে। খবর এল চিতাদের দেখা গেছে। একজোড়া চিতা। তারা মন্থর কিন্তু লঘু ছন্দে একটা খোলা জমি পেরিয়ে একটা গাছের ছায়ায় এসে বসল। তাদের অনেক্ষণ নিরীক্ষণ করার প্রায় সব গাড়ি ছলে গেল অন্য আমোদের সন্ধানে। কিন্তু আমরা থানা গেড়ে বসে রইলাম কারণ ডেভিডের মতে এরা ঠিক বসে নেই, ইতিউতি দেখছে শিকারের খোঁজে। ঘণ্টা দেড়েক বাদে তারা উঠে হাঁটা দিল। বহুদূরে একটা হরিণের দল মনে হল তাদের লক্ষ্য। চিতারা চলেছে কোনাকুনিভাবে বড়ো ঘাসের জঙ্গল পেরিয়ে, মাঝে ঘাসের মধ্যে ডুব দিয়ে লুকিয়ে পড়ছে। আমাদের গাড়ি অনেকটা ঘুরে বাঁ-দিক গিয়ে আবার ডানদিক করে সেই ঘাসবনের উলটো পিঠে গিয়ে দাঁড়াল। এখন হরিণের দলটা রয়েছে আমাদের আর চিতাদের মধ্যে। ইতিমধ্যে একটি চিতা পিছিয়ে পড়েছে, সে বাঁ-দিক ঘেঁষে এসে ঘাসে ডুবে বসে আছে। ডানদিকের চিতা আস্তে আস্তে প্রায় কুড়ি মিনিট ধরে শনৈ শনৈ পালটার দিকে এগুলো, তারপর হঠাৎ তেড়ে এল বিদ্যুৎশিখার মতো। হরিণরাও তীব্রবেগে দিল ছুট। আর একদম পিছনের হরিণটি যখন আমাদের চোখের একদম ডানপ্রান্তে চলে গেছে ঘাসে আড়াল থেকে ঝলসে উঠল দ্বিতীয় চিতাটি আর শূন্যেই একটা বাঁক খেয়ে উদ্যত থাবা এড়িয়ে নিমেষে উধাও হয়ে গেল। ডেভিড বলল এবেলা আর চিতাদের শিকার পাওয়া মুশকিল।


    বেলুন থেকে সূর্যোদয়
    পরের দিন আমরা উঠেছি গভীর রাতে। রাত থাকতে থাকতেই আমাদের পৌঁছোতে হবে বেলুন আড্ডায়। সেখানে আমাদের কী কী ভয় দেখানো হল সে তো আগেই বলেছি। আমাদের বেলুনের কাপ্তান এক অস্ট্রেলিয়ান মহিলা, মুখে তাঁর খই ফোটে। নানান রঙ্গরসিকতার মধ্যে আমরা আকাশে উঠলাম। ঠান্ডা মন্দ নয়। কপাল ভালো থাকলে নীচে শয়ে শয়ে উৎক্ষিপ্ত জেব্রা আর ওয়াইল্ডবিস্টের দল দেখা যায়। এবার তেমন বড়ো দল নেই। কিন্তু আমাদের নীচে দিগন্তরেখার নীচ থেকে একটা বিন্দুর মতো করে শুরু করে একটা ছোট্ট বলের মতো লাফিয়ে উঠল সূর্য আর বর্ণাঢ্য দিকচক্রবালে ভেসে বেড়াচ্ছে অপার্থিব সব বেলুন। যখন ভালো করে কথা ফোটেনি দাদু বিজয়গড় ময়দানে গ্যাস বেলুনওয়ালার কাছ থেকে বেলুন কিনে দিয়েছিল তারপরে এত আনন্দ আর পাইনি।

    আমরা নামলাম নিরাপদেই। সেখানে থেকে একটু দূরে সারি টেবিল পেতে খানাপিনার আয়োজন, বেলুন চড়ার মাশুলে এর মূল্য ধরা আছে। সেখানে বাড়তির মধ্যে রয়েছে শ্যাম্পেন। বাপের জন্মে আর কোনো বাঙাল ওই সাতসকালে শ্যাম্পেন দিয়ে আচমন করেনি এ আমি বাজি রেখে বলতে পারি। আর যে করেছে সে বেলুনে চড়েছিল।


    মারা অতিক্রম

    খবর নিয়ে ডেভিড হাজির হয়েছে আমাদের খাওয়া শেষ হলেই নদী অভিমুখে নিয়ে যাবে বলে। আধঘন্টটাক লাগল আমাদের নদীতীরে পৌঁছোতে। এখানে খানিকটা লটারির মতো ব্যাপার। কেউ জানে না ঠিক কোন জায়গাটা দিয়ে সেদিন জেব্রা বা ওয়াইল্ডবিস্টরা পার হওয়া মনস্থ করবে। সম্ভাব্য জায়গাগুলোয় খাপ পেতে আছেন গোষ্ঠ মামারা। ডেভিড সব ভিড় এড়িয়ে আমাদের গাড়ি ভেড়াল এমন এক জায়গায় যেখানে কেউ নেই। কিন্তু ওপারও তো ফাঁকা। ফাঁকা ঠিক নয়, ওপারে একটি মাত্র ওয়াইল্ডবিস্ট একলা দাঁড়িয়ে। তারপর একটি জেব্রা দেখা দিল। তারপর ওয়াইল্ডবিস্টদের একটা সারি। তারা তরতর করে নদী পার ধরে নেমে এসে পড়িমড়ি করে এদিকে চলে আসতে থাকল। চোখের কোনা দিয়ে দেখতে পেলাম জলের মধ্যে কতগুলো ছায়াও তাদের দিকে রওনা দিয়েছে। প্রথম দলটা হড়বড় করে এপারের পাথুরে গা বেয়ে উঠে পড়ল। ইতিমধ্যে আরও কয়েকজন জলে নেমে পড়েছে। তাদেরও প্রায় সবাই উঠে পড়ল কেবল একজন না পেরে আবার পিছন দিকে ছুট দিল আর একজোড়া চোয়াল জল থেকে ঝলসে উঠে তাকে ধরে নিল। সে বেচারা প্রায় অন্য পার অবধি চলে গেল লেজ কামড়ে ধরা সেই কুমিরকে টানতে টানতে। কিন্তু আরও ঘাতকেরা জড়ো হয়ে গেল। এবং পরিণতি হল বিয়োগান্তক।

    মরণ কামড়

    পরের দিন সকালে প্রথম আলোয় আবার এক বিশাল সিংহ পরিবারের সঙ্গে দেখা না হয়ে গেলে সে বিষাদ হয়তো আমাদের সঙ্গ ছাড়ত না।

    অবাক জলপান


    অলংকরণ (Artwork) : লেখক
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments