• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৮ | অক্টোবর ২০২২ | কবিতা
    Share
  • ঋত্বিক : পরমার্থ বন্দ্যোপাধ্যায়



    ছাদে হাঁটছি, হৃদযন্ত্র সচল রাখতে।
    দূরে সোদপুর ব্রিজের ওপর ঋত্বিক,
    ভেপার আলোয় ঋত্বিক মৃদু হাসছেন।
    ব্রিজের ওপর অনবরত ছুটে যাওয়া
    ক্যালাইডোস্কোপ ঋত্বিকের শরীরময়
    এঁকে দিচ্ছে অ্যাক্রিলিক অন ক্যানভাস।
    নীল জোনাকিরা পিছলে যাচ্ছে ঘন চুলে,
    ঋত্বিক রোদ চশমা খুলে খুব মায়াবী
    চোখ তুলে দূর দিগন্তে চেয়ে রইলেন,
    তারপর তার লাল বাইকে স্টার্ট দিয়ে,
    ডানা মেলে উড়ে চলে গেলেন কল্পলোকে।
    নীচে পড়ে রইল এক মুখর জনপদ,
    সম্ভাবনাময় আগত ভোরের আশায়।
    আর, এক প্রৌঢ় তখনও ছাদময় হেঁটে
    চলে, তার হৃদয়ের লাব ডুব ভালোবেসে।
    অন্তরঙ্গ নির্বাক ইশারায় ভরা
    সে ভালোবাসা, ঋত্বিক জানতে পারেন না।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments