• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৮ | অক্টোবর ২০২২ | কবিতা
    Share
  • ময়দানে একা – #৬, #৭ : সুবীর বোস



    ময়দানে একা – ৬

    চাকচিক্য, রূপকল্প আমার ছায়াপথে
    সন্ধ্যা হলে আমি-ই রাজা নতুন কোনও রথে
    পলি মাটির ভেজা সূত্রে কৃত্রিমতা গড়ে
    সঙ্গদোষে নষ্ট হই - মাথার পোকা নড়ে

    বুঝতে পারি অতৃপ্তির অন্তরালে তুমি
    এই নাটকে চরিত্র না - হয়েছ ঝুমঝুমি
    শিশুর মতো বেজে উঠছ আদুরে বিন্যাসে
    প্রেক্ষাপটে স্বপ্ন রেখে বহুব্রীহির পাশে

    “দাম্পত্যে খেরোর খাতা নৈঃশব্দ্য ভুলে
    ফিরবে তুমি - ছন্নছাড়া ছেঁড়া এ মাস্তুলে?”
    এ সমস্ত স্বগতোক্তি রোজ নামতা পড়ে

    সন্ধ্যা হলে নষ্ট হই - মাথায় পোকা নড়ে!


    ময়দানে একা - ৭

    এখানে ফুলের থেকে ফুলদানি দূরে সরে গেলে
    নৌকারা পাল তোলে তুমুল উত্তাপে
    শিশুর আনন্দ স্বর, আঙুলের খেলনা নিবিড়
    প্রবহমানতা মেনে খুলে দেয় মুহূর্ত দুয়ার
    কবিতা গর্ভের নামে দলে দলে জড় হয় কামুক অক্ষর -
    উদাসী পেঁচার ছদ্মবেশে।
    তারপর জেগে থাকে শুধু সুর আর তাল সুস্থির সৌরভে
    আর উন্মোচিত ঢেউ থেকে টুপটাপ ঝরে পড়ে
    অপত্য-পুরাণ।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments