• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৮ | অক্টোবর ২০২২ | সম্পাদকীয়
    Share
  • সম্পাদকীয় :

    সবাইকে প্রথমে শারদ শুভেচ্ছা জানাই। আরো দিন দশেক আগে এই সংখ্যা প্রকাশ করতে পারলে ভালো হত, কিন্তু তা সম্ভব হল না। যদিও আমরা এই সংখ্যাতেও আমাদের সময়সূচি মোটামুটি মেনে চলতে পেরেছি। তার জন্য লেখক, শিল্পী, রিভিইউয়ারদের অনেক ধন্যবাদ জানাই।

    শাম্ভবী ঘোষের কোথাও জীবন আছে উপন্যাসটি পরবাস থেকে প্রকাশিত হয়েছে। তাঁকে অভিনন্দন। আগামী বছরে আশা করছি আরো কিছু বই প্রকাশ করতে পারব আমরা।

    পত্রিকার শুরুর প্রায় সঙ্গে সঙ্গে পরবাস বুকস্টোর-ও শুরু হয়েছিল। বাংলার বাইরে বসবাসকারিদের অনেকেই বাংলা বইয়ের জন্যে খোঁজ করছিলেন পরবাস-এর কাছে, তাই প্রথমে ব্যক্তিগত সংগ্রহের কিছু বই দিয়ে, পরে তাতে ‘থীমা’ ও ‘বিকল্প’ প্রকাশনীর সহযোগে তাদের কিছু বই দিয়ে শুরু হয়। সেই থেকে তো পাতিপুকুর থেকে প্যারিস, মরিশাস থেকে মলডোভা-তেও বাংলা বই আমরা পাঠিয়েছি। এবারে পরবাসের ওই বইয়ের বিভাগটিও নতুন ‘ডিজাইন'-এর আওতায় নিয়ে আসা হল। অনেক কাজ চলছে এবং বাকি আছে, কিন্তু এর ব্যবহারযোগ্যতার উপরে আপনাদের মন্তব্য পেলে ভালো হয়।


  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments