• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৯ | জানুয়ারি ২০২৩ | কবিতা
    Share
  • দুটি কবিতা : শ্রীপর্ণা নিয়োগী



    ।। ডাকবাক্স ।।

    আমার কোনো ডাক বাক্স নেই -
    নিজস্ব ডাকবাক্স,
    গয়নার বাক্সের মত একান্ত নিজের -
    যেখানে জমা হবে
    পুরনো প্রেম,
    নেমন্তন্নের চিঠি,
    গিফট ভাউচার,
    রংচঙে ম্যাগাজিন,
    সাহিত্য-বাসরে গল্প পাঠের আমন্ত্রণ –

    ।। ফোঁড়।।

    ছানি পড়ছে একটু একটু।
    তবু শেষ কাঁথাটায়
    ফোঁড় তোলে বুড়ি মা-
    তার আটপৌরে জীবন
    ছায়া ফেলে ক্যানভাসে।
    লাল-কালো-সবুজ ফোঁড়
    এঁকে ফেলে ধানের গোলা,
    নদীর ঘাট, বাঁশ ঝাড়,
    তুলসীতলায় সন্ধ্যাপ্রদীপ।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)