• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৯ | জানুয়ারি ২০২৩ | কবিতা
    Share
  • দরজায় অযান্ত্রিক করাঘাত : পীযূষ বন্দ্যোপাধ্যায়



    ।।১।।

    তুতানখামেনের খুলির ’পরে গভীর ক্ষতটি অক্ষত
    সাড়ে তিন হাজার বছর …সাড়ে তিন হাজার বছর
      ক্ষত ও অক্ষতের অদ্বৈতবাদ মমি হয়ে ছিল…

    ।।২।।

    ভীমভেটকার গুহায় পঁয়ত্রিশ হাজার বছরের পুরনো মানুষের
    রঙে ডোবানো হাতের ছাপ …সেই রঙের পরাকাষ্ঠায় অঙ্গ
    মার্জনা করেছিলে কে তুমি অনপেক্ষ …

    ।।৩।।

    ভাসান শব্দের ডানা গজিয়েছে বহুবার
    হাওয়ার মাঝে বিসর্জিত পাখিরা ফেলে গেছে
    ডাকের সাজ – যে ডাক ওরা ডেকে উঠতো রোজ…

    ।।৪।।

    পৃথিবীর নানা প্রান্তে আলাদা আলাদা ভাবে
    ভিন্ন প্রজাতির মানুষের উৎপত্তি ঘটেছে শুধু
    মৃত্যুর প্রসঙ্গ ছড়িয়েছে একই অন্তঃস্থল থেকে…

    ।।৫।।

    দরজায় এসে দাঁড়িয়েছে মৃত্যুসংবাদ
    তার আনীত শ্রুতি মৃচ্ছকটিকের মতো
    ভেঙে যাচ্ছে অপোগণ্ড শিশুদের হাতে …

    ।।৬।।

    দরজায় টোকা দিয়ে দাঁড়িয়ে আছে কেউ…
    কেউ না। টোকার শব্দটাই।
      ওকে যান্ত্রিক ভাবা পাপ…

    ।।৭।।

    পোগণ্ড মানে পনেরো-র। অপোগণ্ড তার নিচে।
    অসহায় শিশুগুলি আজও কি আছে বেঁচে 
    শব্দকোষে, জরায়ুজ অঙ্কুরোদ্গমে?

    ।।৮।।

    যেখানে কুকুর সেখানে মানুষও আছে
    তাই কুকুর শুধু কুকুর নয়
    সে এক নৃতাত্ত্বিক সঙ্কেত

    ।।৯।।

    প্যাঁচাটি বৃদ্ধ। কোনো প্রত্যক্ষ চাঞ্চল্যের সঙ্গেই আর
    দেখা হয় না তার; ওরা ছিল তার স্বীকৃতি
    ইঁদুরেরই মতো লুকোচুরিপ্রবণ নানা অভিঘাত…     


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments