• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৯ | জানুয়ারি ২০২৩ | কবিতা
    Share
  • পদক্ষেপ : মাহফুজ পারভেজ



    পদক্ষেপ

    পদক্ষেপ দীর্ঘ হতে হতে দীর্ঘতম পথ হয়ে যায়।
    পথে:
    বিদীর্ণ আয়না
    হাফটোন ছবি
    নিজের ছায়ারা
    কুয়াশা ভেজা শীত রাত
    নিঃসঙ্গ আকাশ
    মায়া পিছু পিছু আসে অনেকটা পথ।

    পদক্ষেপ স্মৃতির পথে মায়ায় প্রলম্বিত!
    যত মোলায়েম ও মসৃণ হচ্ছে
    এই ডিজিটাল যাপন, বিপণন ও ব্যবস্থাপনা ততই ছিঁড়ে যাচ্ছে
    মানুষে মানুষে মুখোমুখি সংযোগের সুতো:
    রয়েছে পথ ও এলোমেলো পদক্ষেপ কেবলি!


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments