• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৯ | জানুয়ারি ২০২৩ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : কুমকুম বৈদ্য



    ।।১।।

    মেঘমল্লার রপ্ত করেছে যারা সব
    স্বাধীনতা ভ্রমে খোলাছাদ আর জানলায়
    উঁকিঝুঁকি মারা ডানপিটে সব ইচ্ছে
    অহেতুক কিছু অবাধ্যতার হরমোন
    সব ছেড়ে শুধু ধরে থাকে গতি সূত্র
    স্থিতাবস্তার লোভ টুকু কিছু কম নয়
    আসলে যা তুমি মেঘমল্লার ভাবছো
    ভুলসুরে গাওয়া দীপক রাগের বন্দিশ

    ।।২।।

    ট্রেকিং এ নির্দিষ্ট গাইড কন্ট্রাক্টের
    টাকা টুকু ছাড়া আলগা বকশিস
    তবুও চোখের উপর ছিলনা বিশ্বাস
    পাইনের শিকড় পাহাড়ের নিচ অবধি গড়িয়েছে কিনা
    কোথায় লুকিয়ে তারা অথবা বনের জীব
    রেখেছি লুকিয়ে চিহ্ন সেই পথে
    যদি ভাবো সময়তো অফুরান
    হাঁটবে নিঃস্ব হাতে জীবনের এক্সপিডিশন

    ।।৩।।

    অরণ্যের কাছে নিরবতা গচ্ছিত করেছি
    প্রেমিকার হাত ধরে পাহাড়ে অবসর কাটাতে আসা, পাহাড় ভালোবাসা ছেলেটি
    পালিয়ে আসবে ঠিক অরণ্যের কাছে-
    ভালোবাসা খুঁজবে আঁতিপাতি ময়ূরের পালকে
    বৃত্তীয় গতির বাধ্যতা কেন্দ্রীয় আনুগত্য
    পাহাড়ি ট্রেকিং, আসার সমতল পথটুকু একই
    করোনেশন ব্রিজের আর্চটাই আসল কানেকটিভিটির রহস্য


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments