• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৯ | জানুয়ারি ২০২৩ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : বিকাশ ভট্টাচার্য 



    দ্বান্দ্বিক

      বড্ড বেশি তীরবর্তী হয়ে পড়ছো
    বুঝছো না
    জলসিঁড়িতে আঁকা ছায়ামমিরা
    হামেশাই জীবন্ত হয়ে ওঠে

      এরপরও যদি সপ্তমে সুর চড়ে
    এরপরও যদি কালো চেরা জিভ দেখাও
    এরপরও যদি হাত নিসপিস করে
    ঘোর কলরবে ভিড় করে আসে প্রতিরোধী জনতাও

    বদলে যাবে, কথা ছিল, লেখা তো নেই কিছু 
    কুরুশকাঠে যিশু তবু শ্বেত পতাকা নিচু

    সাদামাটা কিন্তু দুর্দান্ত

      প্রথমে একটা দুটো। তারপরে লম্বা লাইন
      তারও পরে স্তূপাকার শব। একপাও 
    এগুনো যাচ্ছে না। অথচ
      যাওয়া তো চাই।

      মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা অনেক
      জিজ্ঞাসা চিহ্নের মতো দাঁড়িয়ে জ্ঞানবৃদ্ধ
      এঁচড়ে পাকা থেকে মহিলামহল

      কেউ বলল রাজনীতি। কেউ বলল জ্ঞাতিশত্রু
    কেউ বলল দাদাদের এলাকা দখল

    সবশেষে পাওয়া গেল একটা সাদামাটা
      কিন্তু দুর্দান্ত বিজ্ঞাপন :
    নিশ্চিত চাকরি। নিহতের পরিবারপিছু একজন

      কথা

    কথার ওপার থেকে কথা উড়ে আসে

      অঘোর ঘুমের ভেতর অস্হির হয়ে ওঠে
      বাকপ্রতিমা

    এখনি চলে যাবে খাদের কিনারে
      রাতপাহারায়

    সূর্যোদয়ের জন্যে কথাশিল্পীরা
    অপেক্ষা করে না
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)