• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯০ | এপ্রিল ২০২৩ | কবিতা
    Share
  • নর্মদা : দেবাশিস গোস্বামী



    মাঝখান দিয়ে সিঁথির মতো একটা রুপোলি পথ
    ক্রমশ চওড়া হতে হতে চোখের পরিসর ছাড়িয়ে
    যায়; চড়া রোদে তাকানো যায় না এমন হীরের কুচি।
    সূর্য ঈষৎ আনত হলে রুপোর গায়ে সোনারং ধরে
    হলুদ থেকে কমলা আগুন, তারপর ফিকে হতে হতে
    গোলাপি মুক্তোর বিরল আভা গোধূলি বিদায় নেয়া
    অব্দি জলের চোখে লেগে থাকে। দৃশ্যত বিধ্বস্ত সূর্য
    মেঘের ঘাটে ঘাটে পা রেখে জলে নেমে যায়। পায়ের
    তলা থেকে কাঁটা বের করে ধুয়ে নেয়। রক্তের রেখা
    কয়েক মুহূর্ত আকাশ আর জলের সীমানায় ভাসে।
    সূর্যের পরিত্যক্ত কবচ দ্রবীভূত হয়ে জলতল ইস্পাত-নীল।
    কয়েক মুহূর্ত এরকম, তারপর ধ্বনিময় আকাশ স্তব্ধ হয়ে
    দেখে, আদিগন্ত কালো চুল দিয়ে নর্মদা সূর্যকে ঢেকে দেয়।
    গাঢ় চুম্বনের মতো ডুবিয়ে দেয় নিজের ভেতরে।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments