• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯০ | এপ্রিল ২০২৩ | কবিতা
    Share
  • দু'টি কবিতা: উপেক্ষার দাগ; উড়ানসংহিতা : সুবীর বোস



    উপেক্ষার দাগ

    কড়ি-বরগার বনেদী খোলস থেকে খসে পড়ছে
    স্কুলশাড়ি, উপেক্ষার দাগ!
    খানিকটা হিমবাহ - খানিকটা রোদ মেশা এক মৌমাছি বালিকা
    পাখনায় জ্বর নিয়ে, ফিরে আসছে তুলসী মণ্ডপে
    নৈঃশব্দ্যের সূর্যপ্রার্থনায়

    এই সন্ধান – যা কিনা ভাঁজ থেকে ভাঁজে এখনও অনন্ত -
    তার লীনতাপে শুদ্ধ হলে আক্ষেপ নিখাদ
    অনুভব করি
    প্রতীক্ষা উপেক্ষা পেলে ধ্বস্ত হয় প্রেম
    তবু গায়ত্রী মন্ত্রের টানে ফিরে ফিরে আসে
    বিনয়ী চাকারা।

    উড়ানসংহিতা

    ইদনিং প্রায়শই মনে পড়ে
    দাঁড় ছিঁড়ে উড়ে যাওয়া প্রিয় টিয়াপাখিটির কথা।
    গাঢ় লাল ঠোঁট – সে পাখিটি
    একদিন খুব চলে গেছে অন্য কোনও অক্ষে – অন্য ঠিকানায়
    উঠোনে অপেক্ষা ফেলে রেখে!

    তবু তাকে দোষ দিতে পারিনি কখনও!

    আমি তো কেবল এটুকুই জানি
    দাঁড় থেকে দাঁড়ে – সব পাখি শুধু নিপাতনে সিদ্ধ -
    আর দীর্ঘশ্বাসে উড়ানসংহিতা।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments